বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’ এর লোগো উন্মোচন করলেন শাকিব খান

ঢাকা ক্যাপিটালস

ঢাকা ক্যাপিটালস নামে আসন্ন বিপিএলে নতুন দল কিনলেন শাকিব খান। আপনারা অনেকেই এ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। আপনাদের সুবিধার্থে আমরা ঢাকা ক্যাপিটালস ক্রিকেট দল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার রুটিন ২০২৪

ঢাকা ক্যাপিটালসের মালিক কে ?

ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এ প্রথম চিত্রনায়ক হিসেবে বিপিএলের টিম কিনলেন শাকিব খান বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেটির মতো বিপিএলের দল কিনলেন শাকিব খান। এ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গুলশানে রিমার্ক হারল্যান এর হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। এছাড়াও দর্শকদের রায়ে ঢাকা ক্যাপিটালস নামটি চূড়ান্ত করেন। কসমেটিকস ও হোম কেয়ার কম্পানি রিমার্ক-হারল্যান প্রতিষ্টানটির অধীনে তিনি দলটি ক্রয় করেন। কসমেটিকস ও হোম কেয়ার কম্পানি রিমার্ক-হারল্যান প্রতিষ্টানটি শাকিব খানের মালিকানাধীন।

শাকিব খান কে ?

শাকিব খান হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তিনি বাংলাদেশে যেমন জনপ্রিয় ঠিক ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। তিনি চলচিত্রে ভালো অভিনয়ের জন্য মানুষের আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন। সম্প্ৰতি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ তিনি ঢাকা ক্যাপিটালস নামে দল কিনায় আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে আসেন।

About Md Mezanur Rahman

আমি, মোঃ মিজানুর রহমান খান, শব্দের ভেতর লুকিয়ে থাকা আলো ও অন্ধকারকে নিঃস্বার্থে খুঁজে ফিরি। একজন আধুনিক বাংলা কবি ও প্রবন্ধ লেখক হিসেবে মানবিক অনুভূতির নিঃশব্দ নড়াচড়া, ন্যায়–অন্যায়ের গভীর মনস্তত্ত্ব, আত্মশুদ্ধির নীরব পথচলা—এসবই আমার কবিতা ও সাহিত্য বিশ্লেষণের মূল সুর। বাস্তবতা ও কল্পনার মাঝখানে যে অদৃশ্য সেতু তৈরি হয়, আমি তারই পথিক। শব্দের প্রতিটি বাঁকে নতুন ভাবনার আলো জ্বালিয়ে পাঠকের মনে চিন্তার দরজা খুলে দেওয়াই আমার লেখার সাধনা। আমি নিয়মিত বাংলা কবিতা, প্রবন্ধ ও ব্যাখ্যামূলক সাহিত্য প্রকাশ করি, যার মাধ্যমে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ ও উজ্জ্বল করার চেষ্টা করি।

View all posts by Md Mezanur Rahman →

One Comment on “বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’ এর লোগো উন্মোচন করলেন শাকিব খান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *