আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কবে হবে এবং সময়সূচী
আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী সম্পর্কে নিচে আলোচনা করা হলো। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম আসর হিসেবে খ্যাত। এই টুর্নামেন্টে মোট আটটি প্রথম সারির দল অংশগ্রহণ করে। আমরা আজকে আই সি সি ২০২৫ এর সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হবে
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এর ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্চে মিনি বিশ্বকাপ খ্যাত আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে বেসরকারি ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সালের সিডিউল প্রকাশ করা হয়েছে। কোপা আমেরিকা সর্বোচ্চ গোলদাতা ২০২৪
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025
২০২৫ সালের ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। তবে ভারত পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা তা আরো কয়েক মাসের মধ্যে জানা যাবে। ভারত অংশগ্রহণ করবে তা ধরে নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড বেসরকারিভাবে 2025 সালের অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী এরই মধ্যে ঘোষণা করেছে।
দ্য টেলিগ্রাফ এ প্রকাশিত হওয়া সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি করাচিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা শুরু হবে মোট আট দলের টুর্নামেন্টে ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচির মুলতান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এবারের এই টুর্নামেন্ট টি মোট পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে। করাচির,লাহোর ও রাওয়াল পিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। লাহোরে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও রাউল পিন্ডিতে পাঁচটি ও করাচিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল খেলা হওয়ার কথা করাচি ও রাউল পিন্ডিতে।
ভারত যদি পাকিস্তানে খেলতে আসে তাহলে নিরাপত্তার স্বার্থে ভারতের প্রত্যেকটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবার করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও যদি ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠে সে ক্ষেত্রেও ভারতের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে ভারত ছাড়াও নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে।
চ্যাম্পিয়ন ট্রফি কে কতবার নিয়েছে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে এরপর ২০০০, ২০০২, ২০০৪,২০০৬, ২০০৯, ২০১৩,২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়। এরপর করোনা মহামারী ও ফ্র্যাঞ্চাজি ভিত্তিক টি ২০ এর ফলে ক্রিকেটারদের ব্যস্ততার কারণে ২০১৭ সালের পর এই টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে এরপর ২০০২, ২০০৪,২০০৬, ২০০৯, ২০১৩,২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়। এরপর করোনা মহামারী ও ফ্র্যাঞ্চাজি ভিত্তিক টি ২০ এর ফলে ক্রিকেটারদের ব্যস্ততার কারণে ২০১৭ সালের পর এই টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি।
সাল | আসর | চ্যাম্পিয়ন দল | রানারআপ দল |
১৯৯৮ | প্রথম আসর | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ |
২০০০ | দ্বিতীয় আসর | নিউজিল্যান্ড | ভারত |
২০০২ | তৃতীয় আসর | ভারত, শ্রীলংকা | |
২০০৪ | চতুর্থ আসর | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
২০০৬ | পঞ্চম আসর | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ |
২০০৯ | ষষ্ঠ আসর | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
২০১৩ | সপ্তম আসর | ভারত | ইংল্যান্ড |
২০১৭ | অষ্টম আসর | পাকিস্তান | ভারত |
চ্যাম্পিয়ন ট্রফি কত বছর পরপর হয়
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে। যাত্রা শুরুর পর থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে এরপর ২০০০, ২০০২, ২০০৪,২০০৬, ২০০৯, ২০১৩,২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি (Champions Trophy 2025 schedule)
নং | ম্যাচ | ভেন্যু | তারিখ |
১ | পাকিস্তান বনাম নিউজিল্যান্ড | করাচি | ১৯ ফেব্রুয়ারি |
২ | ভারত বনাম বাংলাদেশ | লাহোর | ২০ ফেব্রুয়ারি |
৩ | আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | করাচি | ২১ ফেব্রুয়ারি |
৪ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | লাহোর | ২২ ফেব্রুয়ারি |
৫ | ভারত বনাম নিউজিল্যান্ড | লাহোর | ২৩ ফেব্রুয়ারি |
৬ | পাকিস্তান বনাম বাংলাদেশ | রাওয়ালপিন্ডি | ২৪ ফেব্রুয়ারি |
৭ | আফগানিস্তান বনাম ইংল্যান্ড | লাহোর | ২৫ ফেব্রুয়ারি |
৮ | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি | ২৬ ফেব্রুয়ারি |
৯ | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | লাহোর | ২৭ ফেব্রুয়ারি |
১০ | আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | রাওয়ালপিন্ডি | ২৮ ফেব্রুয়ারি |
১১ | ভারত বনাম পাকিস্তান | লাহোর | ১ মার্চ |
১২ | দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | রাওয়ালপিন্ডি | ২ মার্চ |
নং | ম্যাচ | ভেন্যু | তারিখ |
প্রথম সেমিফাইনাল | টি ডি বি vs টি ডি বি | করাচি | ৫ মার্চ |
দ্বিতীয় সেমিফাইনাল | টি ডি বি vs টি ডি বি | রাওয়ালপিন্ডি | ৬ মার্চ |
ফাইনাল | টি ডি বি vs টি ডি বি | লাহোর | ৯ মার্চ |
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।