শিক্ষা

এসএসসি পরীক্ষার রুটিন 2025 পিডিএফ (সকল বোর্ড)

( এসএসসি পরীক্ষার রুটিন 2025 পিডিএফ (সকল বোর্ড) )আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা হয়তো জানতে পেরেছো যে এসএসসি পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখন আমরা এসএসসি পরীক্ষার রুটিন সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করবো। চলো আর দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যায়।

দাখিল পরীক্ষার রুটিন ২০২৫

এসএসসি রুটিন ২০২৫

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রুটিন তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছেন। সাধারণত রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আগামী 10 ই এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা শেষ হবে ৮ই মে ও ১০ই মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

এসএসসি পরীক্ষা ২০২৫ এর নিয়ম নীতি

পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া থাকে তা নিচে উল্লেখ করা হলো:

1.শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।

2.প্রশ্নপত্রের উল্লেখিত সময় অনুযায়ী সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

3.প্রথমত বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে নাহ। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষা সময় ১ ঘন্টা ৪০ মিনিট।

4.পরীক্ষার হলে প্রবেশের পূর্বে পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করে নিবে।

5.অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তর-পত্রে (ওএমআর) রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে গুরুত্ব সহকারে ভরাট করতে হবে এবং পত্রে এবং কোন অবস্থাতেই যেন উত্তর-পত্রে কোন প্রকার দাগ বা ভাঁজ করা যাবে না।

6.পরীক্ষার্থীদেরকে ও বহুনির্বাচনী পরীক্ষা এবং সৃজনশীল ও ব্যবহারিক পরীক্ষায় আলাদা আলাদা ভাবে উত্তীর্ণ বা পাস করতে হবে।

7.শিক্ষার্থীরা যারা রয়েছে তারা শুধুমাত্র নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় সমূহের উপরে পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে।

8.কোন পরীক্ষার্থীর, পরীক্ষা কোন সময় নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, তাদের রোল অনুযায়ী সিরিয়াল মেইনটেন করে বসানো হবে।

9.পরীক্ষার্থীরা পরীক্ষায় নন প্রোগ্রামাবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

10.পরীক্ষার হলে বা পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।

11.ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির সময় উপস্থিতি পত্র বা প্রবেশপত্র আনতে হবে।

12.সাধারণত ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ অনুষ্ঠিত হয়ে থাকে।

13.পরীক্ষার ফল প্রকাশের সাত দিন পরে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে।

Dakhil Exam Routine 2025 PDF Download

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫

বিষয়ের নাম বিষয় কোড তারিখ
বাংলা প্রথম পত্র 10110/04/2025
সহজ বাংলা প্রথম পত্র 10310/04/2025
বাংলা দ্বিতীয় পত্র 10213/04/2025
সহজ বাংলা দ্বিতীয়10413/04/2025
ইংরেজি প্রথম পত্র 10715/04/2025
ইংরেজি দ্বিতীয় পত্র10817/04/2025
গণিত 10920/04/2025
সলাম ও নৈতিক শিক্ষা11122/04/2025
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা11222/04/2025
বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা11322/04/2025
খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা 11422/04/2025
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 15423/04/2025
গার্হস্থ্য বিজ্ঞান15124/04/2025
কৃষি শিক্ষা13424/04/2025
সংগীত 14924/04/2025
আরবি 12124/04/2025
সংস্কৃত 12324/04/2025
শারীরিক শিক্ষকরা13324/04/2025
পদার্থবিজ্ঞান13624/04/2025
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা15324/04/2025
ফিন্যান্স ও ব্যাংকিং 15224/04/2025
রসায়ন13729/04/2025
পৌরনীতি ও নাগরিকতা14029/04/2025
ব্যবসায় উদ্যোগ 14329/04/2025
ভূগোল ও পরিবেশ 11030/04/2025
উচ্চতর গণিত12604/05/2025
বিজ্ঞান 12704/05/2025
জীববিজ্ঞান 13806/05/2025
অর্থনীতি14106/05/2025
হিসাববিজ্ঞান14607/05/2025
বাংলাদেশ ও বিশ্বপরিচয়15008/05/2025
পালি 12424/04/2025
চারু ও কারুকলা14824/04/2025

বোর্ড ভিত্তিক এসএসসি পরীক্ষার সময়সূচি

বাংলাদেশ শিক্ষা বোর্ডরুটিন ডাউনলোড
ঢাকা শিক্ষা বোর্ড রুটিন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডরুটিন
রাজশাহীর শিক্ষা বোর্ডরুটিন
দিনাজপুর শিক্ষা বোর্ডরুটিন
যশোর শিক্ষা বোর্ডরুটিন
কুমিল্লা শিক্ষা বোর্ড রুটিন
বরিশাল শিক্ষা বোর্ড রুটিন
সিলেট শিক্ষা বোর্ড রুটিন
কারিগরি শিক্ষা বোর্ডরুটিন

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *