এসএসসি পরীক্ষার রুটিন 2025 পিডিএফ (সকল বোর্ড)
( এসএসসি পরীক্ষার রুটিন 2025 পিডিএফ (সকল বোর্ড) )আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা হয়তো জানতে পেরেছো যে এসএসসি পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখন আমরা এসএসসি পরীক্ষার রুটিন সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করবো। চলো আর দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যায়।
এসএসসি রুটিন ২০২৫
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রুটিন তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছেন। সাধারণত রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আগামী 10 ই এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা শেষ হবে ৮ই মে ও ১০ই মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
এসএসসি পরীক্ষা ২০২৫ এর নিয়ম নীতি
পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া থাকে তা নিচে উল্লেখ করা হলো:
1.শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
2.প্রশ্নপত্রের উল্লেখিত সময় অনুযায়ী সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
3.প্রথমত বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে নাহ। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষা সময় ১ ঘন্টা ৪০ মিনিট।
4.পরীক্ষার হলে প্রবেশের পূর্বে পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করে নিবে।
5.অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তর-পত্রে (ওএমআর) রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে গুরুত্ব সহকারে ভরাট করতে হবে এবং পত্রে এবং কোন অবস্থাতেই যেন উত্তর-পত্রে কোন প্রকার দাগ বা ভাঁজ করা যাবে না।
6.পরীক্ষার্থীদেরকে ও বহুনির্বাচনী পরীক্ষা এবং সৃজনশীল ও ব্যবহারিক পরীক্ষায় আলাদা আলাদা ভাবে উত্তীর্ণ বা পাস করতে হবে।
7.শিক্ষার্থীরা যারা রয়েছে তারা শুধুমাত্র নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় সমূহের উপরে পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে।
8.কোন পরীক্ষার্থীর, পরীক্ষা কোন সময় নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, তাদের রোল অনুযায়ী সিরিয়াল মেইনটেন করে বসানো হবে।
9.পরীক্ষার্থীরা পরীক্ষায় নন প্রোগ্রামাবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
10.পরীক্ষার হলে বা পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
11.ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির সময় উপস্থিতি পত্র বা প্রবেশপত্র আনতে হবে।
12.সাধারণত ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ অনুষ্ঠিত হয়ে থাকে।
13.পরীক্ষার ফল প্রকাশের সাত দিন পরে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে।
Dakhil Exam Routine 2025 PDF Download
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫
বিষয়ের নাম | বিষয় কোড | তারিখ |
---|---|---|
বাংলা প্রথম পত্র | 101 | 10/04/2025 |
সহজ বাংলা প্রথম পত্র | 103 | 10/04/2025 |
বাংলা দ্বিতীয় পত্র | 102 | 13/04/2025 |
সহজ বাংলা দ্বিতীয় | 104 | 13/04/2025 |
ইংরেজি প্রথম পত্র | 107 | 15/04/2025 |
ইংরেজি দ্বিতীয় পত্র | 108 | 17/04/2025 |
গণিত | 109 | 20/04/2025 |
সলাম ও নৈতিক শিক্ষা | 111 | 22/04/2025 |
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা | 112 | 22/04/2025 |
বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা | 113 | 22/04/2025 |
খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা | 114 | 22/04/2025 |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | 154 | 23/04/2025 |
গার্হস্থ্য বিজ্ঞান | 151 | 24/04/2025 |
কৃষি শিক্ষা | 134 | 24/04/2025 |
সংগীত | 149 | 24/04/2025 |
আরবি | 121 | 24/04/2025 |
সংস্কৃত | 123 | 24/04/2025 |
শারীরিক শিক্ষকরা | 133 | 24/04/2025 |
পদার্থবিজ্ঞান | 136 | 24/04/2025 |
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা | 153 | 24/04/2025 |
ফিন্যান্স ও ব্যাংকিং | 152 | 24/04/2025 |
রসায়ন | 137 | 29/04/2025 |
পৌরনীতি ও নাগরিকতা | 140 | 29/04/2025 |
ব্যবসায় উদ্যোগ | 143 | 29/04/2025 |
ভূগোল ও পরিবেশ | 110 | 30/04/2025 |
উচ্চতর গণিত | 126 | 04/05/2025 |
বিজ্ঞান | 127 | 04/05/2025 |
জীববিজ্ঞান | 138 | 06/05/2025 |
অর্থনীতি | 141 | 06/05/2025 |
হিসাববিজ্ঞান | 146 | 07/05/2025 |
বাংলাদেশ ও বিশ্বপরিচয় | 150 | 08/05/2025 |
পালি | 124 | 24/04/2025 |
চারু ও কারুকলা | 148 | 24/04/2025 |
বোর্ড ভিত্তিক এসএসসি পরীক্ষার সময়সূচি
বাংলাদেশ শিক্ষা বোর্ড | রুটিন ডাউনলোড |
ঢাকা শিক্ষা বোর্ড | রুটিন |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | রুটিন |
রাজশাহীর শিক্ষা বোর্ড | রুটিন |
দিনাজপুর শিক্ষা বোর্ড | রুটিন |
যশোর শিক্ষা বোর্ড | রুটিন |
কুমিল্লা শিক্ষা বোর্ড | রুটিন |
বরিশাল শিক্ষা বোর্ড | রুটিন |
সিলেট শিক্ষা বোর্ড | রুটিন |
কারিগরি শিক্ষা বোর্ড | রুটিন |
ওয়েবসাইটের লিংক পিডিএফ
![](https://bangla-newspaper.net/wp-content/uploads/2024/12/Screenshot_12-12-2024_224250_-1.jpeg)
![](https://bangla-newspaper.net/wp-content/uploads/2024/12/Screenshot_12-12-2024_224410_-1.jpeg)
![tanvir mahtab](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/10/tanvir-mahtab.jpg)
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।