চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভর্তি তথ্য মানবন্টন যোগ্যতা ২০২৩-২০২৪
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩-২৪। তোমরা আজকের আলোচনা থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে সকল কিছু জানতে পারবে। তোমরা আরো জানতে পারবে,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট সংখ্যা, ইউনিটের বিষয় সমূহ, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের তারিখ, আসন সংখ্যা, ইউনিট ভিত্তিক মানবন্টন ইত্যাদি।ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল তথ্য ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অনার্স ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে প্রতিবারের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২রা মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হবে।
এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সেকেন্ড টাইম শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ”A”ইউনিটের পরীক্ষা ২রা মার্চ ২০২৪,”B” ইউনিটের পরীক্ষা ৮ মার্চ ২০২৪ ,”B1” ইউনিটের পরীক্ষা ৩ মাস ২০২৪, ”C” ইউনিটের পরীক্ষা ৯ই মার্চ ২০২৪,”D” ইউনিটের পরীক্ষা ১৬ই মার্চ ২০২৪ এবং ”D1” ইউনিটের পরীক্ষা ৪ মার্চ ২০২৪,”B1” ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১২,১৩,১৪ই মার্চ ২০২৪ এবং ”D1”ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।
ইউনিট | তারিখ |
”A”ইউনিট | ২রা মার্চ ২০২৪ |
”B” ইউনিট | পরীক্ষা ৮ মার্চ ২০২৪ |
”B1” ইউনিট | ৩ মাস ২০২৪ |
”C” ইউনিট | ৯ই মার্চ ২০২৪ |
”D” ইউনিট | ১৬ই মার্চ ২০২৪ |
”D1” ইউনিট | ৪ মার্চ ২০২৪ |
”B1” ইউনিট | ব্যবহারিক পরীক্ষা ১২,১৩,১৪ই মার্চ ২০২৪ |
”D1”ইউনিট | ১০ ও ১১ মার্চ ২০২৪ তারিখে |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার আবেদন ২০২৩-২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৪ই জানুয়ারি ২০২৪ তারিখে এবং আবেদনের শেষ তারিখ ১৮ই জানুয়ারি ২০২৪ তারিখ। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ২১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আবেদন শুরু | ৪ই জানুয়ারি ২০২৪ |
আবেদনের শেষ | ১৮ই জানুয়ারি ২০২৪ |
আবেদন ফি | ১০০০ টাকা |
প্রবেশপত্র ডাউনলোড | ২১ জানুয়ারি ২০২৪ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরীক্ষার আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড থেকে ২০২০ বা ২০২১ এসএসসি বা দাখিল পরীক্ষায় এবং ২০২২ বা ২০২৩ এইচএসসি বা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেকোনো ইউনিটে ভর্তি পরীক্ষা পরীক্ষার আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে তবে অবশ্যই নিচে দেওয়া ইউনিট ভিত্তিক যোগ্যতা থাকতে হবে।
- ”A”ইউনিট- ”A” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৪.০০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
- ”B”ও ”B1”ইউনিট
বিজ্ঞান বিভাগ
- বিজ্ঞান বিভাগে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
মানবিক বিভাগ
- মানবিক বিভাগে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.০০ এবং মোট জি পি এ ন্যূনতম ৭.০০ হতে হবে।
বাণিজ্য বিভাগ
- বাণিজ্য বিভাগে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
- ”C” ইউনিট- ”C” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
- ”D” ইউনিট-”D” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৭.৫০ হতে হবে।
- ”D1”ইউনিট-”D1” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ২.৫০এবং মোট জি পি এ ন্যূনতম ৬.০০ হতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিট সংখ্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিট সংখ্যা পাঁচটি যেখানে ”A”ইউনিট,”B” ইউনিট, ”B1” ইউনিট, ”C” ইউনিট,”D” ইউনিট,”D1” ইউনিট,”B1” ইউনিট,”D1”ইউনিট
ইউনিট | বিভাগ |
”A”ইউনিট | বিজ্ঞান বিভাগ |
”B” ইউনিট | কলা ও মানবিক বিভাগ |
”B1” ইউনিট | উপ ইউনিট |
”C” ইউনিট | বিজনেস স্টাডিজ বিভাগ |
”D” ইউনিট | সামাজিক বিজ্ঞান বিভাগ |
”D1” ইউনিট | উপ ইউনিট |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিষয় সমূহ
ইউনিট | বিষয় সংখ্যা |
”A”ইউনিট | বিজ্ঞান বিভাগে মোট ২১ টি বিষয় আছে |
”B” ইউনিট | কলা ও মানবিক বিভাগে মোট ১৩টি বিষয় আছে |
”B1” ইউনিট | এই বিভাগে মোট ৩টি বিষয় আছে |
”C” ইউনিট | বিজনেস স্টাডিজ বিভাগে মোট ৬টি বিষয় আছে |
”D” ইউনিট | সামাজিক বিজ্ঞান বিভাগে মোট ১০ টি বিষয় আছে |
”D1” ইউনিট | এই বিভাগে মোট ৩০টি বিষয় আছে |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা মূলত MCQ পদ্ধতিতে হয়ে থাকে ১০০ টি MCQ তে ১০০ নম্বর হয়ে থাকে
”A”ইউনিট
”A” ইউনিটে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকে পরীক্ষা হয়ে থাকে বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক এবং বাকি বিষয়গুলো থেকে যেকোনো তিনটি বিষয়ে মিলিয়ে মোট ১০০ নম্বরের উত্তর দিতে হবে
বিষয় | নম্বর |
বাংলা (আবশ্যিক) | ১০ |
ইংরেজি (আবশ্যিক) | ১৫ |
পদার্থ | ২৫ |
রসায়ন | ২৫ |
গণিত | ২৫ |
জীববিজ্ঞান | ২৫ |
চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।
”B” ইউনিট ও ”B1” ইউনিট
”B” ও ”B1” ইউনিটে বাংলায় ৩৫,ইংরেজিতে ৩৫ এবং সাধারণ জ্ঞান ৩০ মিলিয়ে মোট ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে
বিষয় | নম্বর |
বাংলা | ৩৫ |
ইংরেজি | ৩৫ |
সাধারণ জ্ঞান | ৩০ |
মোট=১০০ |
চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।
”C” ইউনিট
”C” ইউনিটে ইংরেজি ৩০ হিসাববিজ্ঞান ৩৫ এবং ব্যবসায়িক নীতিতে ৩৫ মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়
বিষয় | নম্বর |
বাংলা | ৩০ |
ইংরেজি | ৩৫ |
ব্যবসায়িক নীতি | ৩৫ |
মোট=১০০ |
চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।
”D” ইউনিট
”D” ইউনিটে বাংলা, ইংরেজি এবং আই কিউ বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি এই তিন বিষয়ের যেকোনো একটিতে উত্তর করতে হবে।
বিষয় | নম্বর |
বাংলা (বাধ্যতামূলক) | ৩০ |
ইংরেজি (বাধ্যতামূলক) | ৩০ |
আই কিউ (বাধ্যতামূলক) | ২০ |
সাধারণ জ্ঞান | ২০ |
গণিত | ২০ |
অর্থনীতি | ২০ |
চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।
”D1” ইউনিট
”D1”ইউনিটে এই ইউনিটে বাংলায় ৩০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ৩০, ফিল্ড টেস্ট ২০,খেলাধুলা সনদ ১০, মিলিয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে
বিষয় | নম্বর |
বাংলা | ৩০ |
ইংরেজি | ৩০ |
সাধারণ জ্ঞান | ৩০ |
ফিল্ড টেস্ট | ২০ |
খেলাধুলা সনদ | ১০ |
মোট=১০০ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার পাশ নাম্বার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিটগুলোতে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা পাস করতে হয়
ইউনিট | পাস নাম্বার |
”A”ইউনিট | বাংলা ৩ , ইংরেজি ৪ , পদার্থ ৮ , রসায়ন ৮ , গণিত ৮ , জীববিজ্ঞান ৮ |
”B” ইউনিট | বাংলায় ১০,ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞান ১২ |
”B1” ইউনিট | বাংলায় ১০,ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞান ১২ |
”C” ইউনিট | ইংরেজি ৮, হিসাববিজ্ঞান ১২ এবং ব্যবসায়িক নীতিতে ১২ |
”D” ইউনিট | বাংলা ৮, ইংরেজি ৮, আই কিউ ৫ ,সাধারণ জ্ঞান ৭, গণিত ৭, অর্থনীতি ৭ |
”D1” ইউনিট | বাংলায় ৮, ইংরেজি ৮ , সাধারণ জ্ঞান ৮, ফিল্ড টেস্ট ১২,খেলাধুলা সনদ ২ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আসন সংখ্যা ২০২৩-২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ৪১৮৯ টি। নিচে ইউনিট ভিত্তিক আসন সংখ্যা দেখানো হলো।
ইউনিট | আসন সংখ্যা |
”A”ইউনিট | ১২১২টি |
”B” ইউনিট | ১২২১টি |
”B1” ইউনিট | ১২৫টি |
”C” ইউনিট | ৪৪১টি |
”D” ইউনিট | ১১৬০টি |
”D1” ইউনিট | ৩০টি |
![tanvir mahtab](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/10/tanvir-mahtab.jpg)
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।
Pingback: মেডিকেল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ যোগ্যতা মানবন্টন ও নিয়মাবলী - Bangla Newspaper