শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভর্তি তথ্য মানবন্টন যোগ্যতা ২০২৩-২০২৪

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩-২৪। তোমরা আজকের আলোচনা থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে সকল কিছু জানতে পারবে। তোমরা আরো জানতে পারবে,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট সংখ্যা, ইউনিটের বিষয় সমূহ, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের তারিখ, আসন সংখ্যা, ইউনিট ভিত্তিক মানবন্টন ইত্যাদি।ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল তথ্য ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অনার্স ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে প্রতিবারের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২রা মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সেকেন্ড টাইম শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ”A”ইউনিটের পরীক্ষা ২রা মার্চ ২০২৪,”B” ইউনিটের পরীক্ষা ৮ মার্চ ২০২৪ ,”B1” ইউনিটের পরীক্ষা ৩ মাস ২০২৪, ”C” ইউনিটের পরীক্ষা ৯ই মার্চ ২০২৪,”D” ইউনিটের পরীক্ষা ১৬ই মার্চ ২০২৪ এবং ”D1” ইউনিটের পরীক্ষা ৪ মার্চ ২০২৪,”B1” ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১২,১৩,১৪ই মার্চ ২০২৪ এবং ”D1”ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

ইউনিটতারিখ
”A”ইউনিট২রা মার্চ ২০২৪
”B” ইউনিট পরীক্ষা ৮ মার্চ ২০২৪
”B1” ইউনিট ৩ মাস ২০২৪
”C” ইউনিট৯ই মার্চ ২০২৪
”D” ইউনিট১৬ই মার্চ ২০২৪
”D1” ইউনিট৪ মার্চ ২০২৪
”B1” ইউনিটব্যবহারিক পরীক্ষা ১২,১৩,১৪ই মার্চ ২০২৪
”D1”ইউনিট১০ ও ১১ মার্চ ২০২৪ তারিখে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার আবেদন ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৪ই জানুয়ারি ২০২৪ তারিখে এবং আবেদনের শেষ তারিখ ১৮ই জানুয়ারি ২০২৪ তারিখ। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা২১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আবেদন শুরু৪ই জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ ১৮ই জানুয়ারি ২০২৪
আবেদন ফি১০০০ টাকা
প্রবেশপত্র ডাউনলোড২১ জানুয়ারি ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরীক্ষার আবেদনের যোগ্যতা

বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড থেকে ২০২০ বা ২০২১ এসএসসি বা দাখিল পরীক্ষায় এবং ২০২২ বা ২০২৩ এইচএসসি বা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেকোনো ইউনিটে ভর্তি পরীক্ষা পরীক্ষার আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে তবে অবশ্যই নিচে দেওয়া ইউনিট ভিত্তিক যোগ্যতা থাকতে হবে।

  • ”A”ইউনিট- ”A” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৪.০০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
  • ”B”ও ”B1”ইউনিট

বিজ্ঞান বিভাগ

  • বিজ্ঞান বিভাগে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।

মানবিক বিভাগ

  • মানবিক বিভাগে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.০০ এবং মোট জি পি এ ন্যূনতম ৭.০০ হতে হবে।

বাণিজ্য বিভাগ

  • বাণিজ্য বিভাগে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
  • ”C” ইউনিট- ”C” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৮.০০ হতে হবে।
  • ”D” ইউনিট-”D” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ৩.৫০ এবং মোট জি পি এ ন্যূনতম ৭.৫০ হতে হবে।
  • ”D1”ইউনিট-”D1” ইউনিটে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জি পি এ ২.৫০এবং মোট জি পি এ ন্যূনতম ৬.০০ হতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিট সংখ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিট সংখ্যা পাঁচটি যেখানে ”A”ইউনিট,”B” ইউনিট, ”B1” ইউনিট, ”C” ইউনিট,”D” ইউনিট,”D1” ইউনিট,”B1” ইউনিট,”D1”ইউনিট

ইউনিটবিভাগ
”A”ইউনিটবিজ্ঞান বিভাগ
”B” ইউনিটকলা ও মানবিক বিভাগ
”B1” ইউনিটউপ ইউনিট
”C” ইউনিটবিজনেস স্টাডিজ বিভাগ
”D” ইউনিটসামাজিক বিজ্ঞান বিভাগ
”D1” ইউনিটউপ ইউনিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট সংখ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিষয় সমূহ

ইউনিটবিষয় সংখ্যা
”A”ইউনিটবিজ্ঞান বিভাগে মোট ২১ টি বিষয় আছে
”B” ইউনিটকলা ও মানবিক বিভাগে মোট ১৩টি বিষয় আছে
”B1” ইউনিটএই বিভাগে মোট ৩টি বিষয় আছে
”C” ইউনিটবিজনেস স্টাডিজ বিভাগে মোট ৬টি বিষয় আছে
”D” ইউনিটসামাজিক বিজ্ঞান বিভাগে মোট ১০ টি বিষয় আছে
”D1” ইউনিটএই বিভাগে মোট ৩০টি বিষয় আছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিষয় সমূহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা মূলত MCQ পদ্ধতিতে হয়ে থাকে ১০০ টি MCQ তে ১০০ নম্বর হয়ে থাকে

”A”ইউনিট

”A” ইউনিটে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকে পরীক্ষা হয়ে থাকে বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক এবং বাকি বিষয়গুলো থেকে যেকোনো তিনটি বিষয়ে মিলিয়ে মোট ১০০ নম্বরের উত্তর দিতে হবে

বিষয় নম্বর
বাংলা (আবশ্যিক)১০
ইংরেজি (আবশ্যিক)১৫
পদার্থ২৫
রসায়ন২৫
গণিত২৫
জীববিজ্ঞান২৫
”A”ইউনিট

চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।

”B” ইউনিট ও ”B1” ইউনিট

”B” ও ”B1” ইউনিটে বাংলায় ৩৫,ইংরেজিতে ৩৫ এবং সাধারণ জ্ঞান ৩০ মিলিয়ে মোট ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে

বিষয় নম্বর
বাংলা৩৫
ইংরেজি৩৫
সাধারণ জ্ঞান৩০
মোট=১০০
”B” ইউনিট ও ”B1” ইউনিট

চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।

”C” ইউনিট

”C” ইউনিটে ইংরেজি ৩০ হিসাববিজ্ঞান ৩৫ এবং ব্যবসায়িক নীতিতে ৩৫ মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়

বিষয় নম্বর
বাংলা৩০
ইংরেজি৩৫
ব্যবসায়িক নীতি৩৫
মোট=১০০
”C” ইউনিট

চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।

”D” ইউনিট

”D” ইউনিটে বাংলা, ইংরেজি এবং আই কিউ বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি এই তিন বিষয়ের যেকোনো একটিতে উত্তর করতে হবে।

বিষয় নম্বর
বাংলা (বাধ্যতামূলক)৩০
ইংরেজি (বাধ্যতামূলক)৩০
আই কিউ (বাধ্যতামূলক)২০
সাধারণ জ্ঞান২০
গণিত২০
অর্থনীতি২০
”D” ইউনিট

চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।

”D1” ইউনিট

”D1”ইউনিটে এই ইউনিটে বাংলায় ৩০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ৩০, ফিল্ড টেস্ট ২০,খেলাধুলা সনদ ১০, মিলিয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে

বিষয় নম্বর
বাংলা৩০
ইংরেজি৩০
সাধারণ জ্ঞান৩০
ফিল্ড টেস্ট ২০
খেলাধুলা সনদ১০
মোট=১০০
”D1” ইউনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার পাশ নাম্বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিটগুলোতে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা পাস করতে হয়

ইউনিটপাস নাম্বার
”A”ইউনিটবাংলা ৩ , ইংরেজি ৪ , পদার্থ ৮ , রসায়ন ৮ , গণিত ৮ , জীববিজ্ঞান ৮
”B” ইউনিটবাংলায় ১০,ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞান ১২
”B1” ইউনিটবাংলায় ১০,ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞান ১২
”C” ইউনিটইংরেজি ৮, হিসাববিজ্ঞান ১২ এবং ব্যবসায়িক নীতিতে ১২
”D” ইউনিটবাংলা ৮, ইংরেজি ৮, আই কিউ ৫ ,সাধারণ জ্ঞান ৭, গণিত ৭, অর্থনীতি ৭
”D1” ইউনিটবাংলায় ৮, ইংরেজি ৮ , সাধারণ জ্ঞান ৮, ফিল্ড টেস্ট ১২,খেলাধুলা সনদ ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আসন সংখ্যা ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ৪১৮৯ টি। নিচে ইউনিট ভিত্তিক আসন সংখ্যা দেখানো হলো।

ইউনিটআসন সংখ্যা
”A”ইউনিট১২১২টি
”B” ইউনিট১২২১টি
”B1” ইউনিট১২৫টি
”C” ইউনিট৪৪১টি
”D” ইউনিট১১৬০টি
”D1” ইউনিট৩০টি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৩-২৪

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

One thought on “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভর্তি তথ্য মানবন্টন যোগ্যতা ২০২৩-২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *