বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনআজকের খবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন চার দফা দাবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে আবারও আন্দোলনে ডাক দিয়েছে। আজ ১৩ আগস্ট থেকে নতুন সরকারের কাছে চার দফা দাবিতে ছাত্ররা আবারও রাস্তায় নামবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার গণমাধ্যমকে জানান। তারা ১৩ আগস্ট বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের কর্মসূচি শুরু করবে।

আন্দোলন সম্পর্কে আবু বকর মজুমদার গণমাধ্যমকে বলেন,সরকারের কাছে আমাদের কিছু দাবি দাওয়া আছে, যা খুব দ্রুত পূরণ করা উচিত। তাই আমার প্রিয় সহযোদ্ধারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আজ ১৩ আগস্ট বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্দালয় ক্যাম্পাস থেকে আন্দোলনের কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি হিসাবে যে সকল জায়গায় আমাদের ভাইয়েরা মারা গিয়েছে সে সকল জায়গায় গিয়ে আমরা নীরবতা পালন করবো এবং তাদের আত্মার মাগফেরাতের জন্য দুআ এবং প্রার্থনা করব। আমাদের এই কর্মসূচি সফল করতে আপনাদের উপস্থিতি কামনা করছি। শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

চার দফা দাবি কি কি ?

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবি নিচে আলোচনা করা হলো

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দল কোটা বিরোধী আন্দোলনে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে।

২. আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলো গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে হত্যা, ডাকাতি ও লুটপাট করেছে। যারা এসব অপরাধের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. কোটা আন্দোলন ও গণঅভ্যুথানে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়া প্রশাসন ও বিচার বিভাগ এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েম করার চেষ্টা করার জন্য তাদেরকে দ্রুততম সময়ে চাকরি থেকে অপসারণ ও তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

৪. এত বছর প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুযোগের সমতা নিশ্চিত করে দিতে হবে।

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *