ফাজিল অনার্সে ভর্তি বিজ্ঞপ্তি 2024-25
( ফাজিল অনার্সে ভর্তি বিজ্ঞপ্তি 2024-25 ) আসসালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স সংক্রান্ত মাদ্রাসার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা শিক্ষার্থী রয়েছেন ইতিমধ্যেই তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৫ই ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের বিষয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হলো :
![](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/12/hons_admission_circular_24_25_0001-2-pdf-723x1024.jpg)
1.ফাজিল অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৪-২৫ ভর্তির সংক্রান্ত আরো তথ্য এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচে ওয়েবসাইটে ক্লিক করুন:
2.যারা ফাজিল অনার্সে ভর্তি হতে ইচ্ছুক তারা আবেদন সংক্রান্ত সব তথ্য নিচের ওয়েবসাইটে লিংকে ক্লিক করলেই সব তথ্য আপনারা জানতে পারবেন:
যারা ফাজিল অনার্সে ভর্তি হতে ইচ্ছুক তারা আবেদনে ক্লিক করুন
আবেদনের উপরে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটের চলে যাবেন, যেখানে আবেদন সংক্রান্ত তথ্য দেওয়া আছে, সেখানে আপনারা চলে যাবেন এবং সেখানে নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করুন তাহলে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে এবং নির্ধারিত ফি প্রদান করুন।
![tanvir mahtab](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/10/tanvir-mahtab.jpg)
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।