বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সৈনিক পদে সার্কুলার pdf download
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪ সম্পর্কে। এ আলোচনায় আপনারা সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে আলোচনাগুলো পড়বেন।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলার থেকে দেখা যায় এবার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নেওয়া হবে।
আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ পেতে চান তাহলে আপনি নিদ্ধারিত সময়ের মোদ্দায় বাংলাদেশ সেনাবাহিনীতে অনলাইনে আবেদন করুন।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ আবেদন
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ অনলাইন এ আবেদন শুরু হবে ১০ জানুয়ারী ২০২৪ সালে এবং শেষ হবে ১৫ ফেব্রুয়ারী ২০২৪ সালে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ এর জন্য অনলাইনে আবেদন ১০ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। এই নির্দিষ্ট সময়ের ভিতর বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে হবে।
আবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময়ের পর আবেদন করতে পারবেন না। তাই আবেদনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে যতটা সম্ভব আগেই আবেদন করার চেষ্টা করুন। আবেদনের শেষ দিন অনেক সময় সার্ভার জনিত সমস্যা থাকে। তাই সার্ভার জনিত সকল সমস্যা এড়াতে খুব দ্রুত আবেদন করার চেষ্টা করুন । তাই সেভ থাকার জন্য অত্যন্ত আবেদনের শেষ তারিখের একদিন আগেই আবেদন করা ভালো। নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর আত্মপ্রকাশ ঘটে। জন্মলগ্ন থেকেই বহু ত্যাগ তিতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনী আজ এক দক্ষ বাহিনী হিসাবে গড়ে উঠতে সমর্থন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ এ প্রশাসনকে অনুরোধ করা হলে সহায়তা করা। প্রাথমিক মিশন ছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় জরুরী সময়ে বেসামরিক সরকারকে সহায়তা করে থাকে।
সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হল ভূখণ্ডের অখন্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষায় সর্বোচ্চ সহায়তা করা। বাংলাদেশ সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সদর দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয়।নিচে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ভূমিকা আলোচনা কর:-
- বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা
- বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ এ প্রশাসনকে অনুরোধ করা হলে সহায়তা করা
- সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করা
- প্রয়োজনে দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করা।
- অন্যান্য দেশের সাথে বিভিন্ন অপারেশনে অংশ নেওয়া।
বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হয় মূলত কমনওয়েলথভুক্ত দেশগুলোর সেনাবাহিনীর মতো। তবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী কৌশল গত পরিকল্পনা ও প্রণালী, প্রশিক্ষণ ব্যবস্থাপনা কৌশল এবং এনজিও শিক্ষা ব্যবস্থা আর কি ধরনের মধ্য দিয়ে এই অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত ২৫ টি দেশে ৩০ টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ আবেদন যোগ্যতা
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ আবেদনের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়। আপনার যদি নিম্নলিখিত এসব যোগ্যতা না থাকে তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হওয়া যাবে না।
- এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
- ওজন ৪৯.৯০ কেজি (১১০পাউন্ড) হতে হবে।
- বুক স্বাভাবিক নূন্যতম ৩০ ইঞ্চি এবং ইস্পিত ৩২ ইঞ্চি হতে হবে।
- শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
- অবিবাহিত হতে হবে।
- সাঁতার জানতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির সময় যেসব জিনিস আনতে হবে
- ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/ মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। আর পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
- টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সাপেক্ষে সনদপত্রের মূলকপি আনতে হবে
- অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- সংশ্লিষ্ট চেয়ারম্যান কতৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি আনতে হবে
- নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে আনতে হবে
- পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র/ স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি আনতে হবে
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সত্যায়িত করে আনতে হবে
- সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক আনতে হবে (নির্ধারিত দিনে)
- লিখিত পরীক্ষার জন্য কলম,পেন্সিল, জ্যামিতি বক্স, ক্লিপবোর্ড ও স্কেল ইত্যাদি আনতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া
বাংলাদেশ সেনাবাহিনীতে নিম্নলিখিত কয়েকটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই নিয়োগ প্রক্রিয়াগুলো ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। প্রার্থীগণ প্রত্যেকটি ধাপে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ পান।
শারীরিক পরীক্ষা:
আবেদনপত্র যাচাই-বাছাই এরপর প্রাথীকে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী পর্যায়ে প্রার্থীদের যেতে দেওয়া হয়।
লিখিত পরীক্ষা
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। সাধারণত লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে পরীক্ষা দিয়ে থাকেন।
মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, প্রার্থীগণ মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পান। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পান।
সেনাবাহিনীতে নিয়োগের সুযোগ-সুবিধ
- বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়।
- বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি একটি নিরাপদ চাকরি।
- বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত ব্যক্তিরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।
- বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত ব্যক্তিরা বিভিন্ন ধরনের রাসন পেয়ে থাকেন।
- বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত ব্যক্তিরা কোয়াটারে বসবাস করার সুযোগ পেয়ে থাকেন।
- বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত ব্যক্তিরা আরও অন্যান্য সুবিধাও পেয়ে থাকেন।




আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।