Uncategorizedখেলাধুলাবিপিএল

বিপিএল ২০২৫ সময়সূচী ও দল এবং প্লেয়ার ড্রাফট

আজকে আমরা বিপিএল ২০২৫ সম্পর্কে আলোচনা করবো। আপনারা অনেকেই জানতে চান বিপিএল ২০২৫ এর সময়সূচী, দল, নিলাম কবে এবং প্লেয়ার ড্রাফট সম্পর্কে সঠিক জানেননা। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।


বিপিএল ২০২৫ সময়সূচী

আর মাত্র কিছুদিন পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এটি বাংলাদেশের সবচেয়ে বড়ো টি২০ লীগ। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সংস্কার হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও টুর্নামেন্টকে সফল করার জন্য খুবই আশাবাদী নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ঘোষণা দিয়েছেন এই টুর্নামেন্টটি সেরা একটি টুর্নামেন্ট হবে তিনি আরো বলেন মাননীয় প্রধান উপদেষ্টাও এই টুর্নামেন্ট আয়োজনে আমাদের সাহায্য করবেন। যেহেতু তিনি ফ্রান্স অলম্পিকের দায়িত্বে ছিলেন সেহেতু এই টুর্নামেন্ট নিয়ে তার কিছু মূল্যবান কিছু পরিকল্পনা আমাদের বলেছেন আমরা সেই অনুসারে কাজ করবো।
এবারের বিপিএল এ মোট সাতটি দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণ করছে না। সম্প্রতি বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের ক্রিকেটে এর প্রভাব পড়েছে। এই ফ্রাঞ্চাইজির মালিক পক্ষ স্বৈরাচারের দোসর হওয়ায় তারা দেশ থেকে পালিয়ে যায়। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজিটি এবারের বিপিএল থেকে বাদ যায়।
এবারের বিপিএল এ নতুন চমক চিত্র নায়ক সাকিব খান। তিনি এবার ঢাকা ক্যাপিটাল নামের ফ্রাঞ্চাইজি কিনেছেন। ইতিমধ্যে তিনি এবারের নিলামে সবার নজর কেড়েছেন। তার দল ঢাকা ক্যাপিটালস শক্তিশালী দল গড়েছে। ফিল সিমন্স এর পরিচয়,বেতন,মেয়াদ এবং ক্রিকেট ক্যারিয়ার

বিপিএল ২০২৫ এর দল

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল ২০২৫ এর ১১ তম আসর। এটি বাংলাদেশের শীর্ষস্থরে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। এটি আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বিপিএল কে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। বরাবরের মতো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাতটি দল অংশগ্রহণ করবে। এবারের বিপিএলে দল গুলোর মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। কিছু পুরান দল পরিবর্তন হয়ে নতুন কিছু দল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে।

মূলত বাংলাদেশে কিছুদিন আগে সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেটের নতুন পরিবর্তন এসেছে। এরই পরিপ্রেক্ষিতে বিপিএলের কিছু দল পরিবর্তন হয়েছে। বিপিএল ২০২৫ এ অংশগ্রহণকারী দল সাতটি দল সম্পর্কে। চলুন অংশগ্রহণকারী সাতটি দল সম্পর্কে জেনে নেই।

  1. ঢাকা ক্যাপিটালস
  2. ফরচুন বরিশাল
  3. দুর্বার রাজশাহী
  4. সিলেট স্ট্রাইকার্স
  5. খুলনা টাইগার্স
  6. রংপুর রাইডার্স
  7. চিটাগাং কিংস

বিপিএল ২০২৫ নিলাম কবে

আগামী ২৭ ডিসেম্বর হতে যাচ্ছে বিপিএলের ১১ তম আসর। এরই মধ্যে টুর্নামেন্ট কে কেন্দ্র করে দলগুলো সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে। কিছুদিন পূর্বে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ২০২৫ এর নিলাম অনুষ্ঠিত হয়। এবারের নিলামে নতুন দল ঢাকা ক্যাপিটালস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শক্তিশালী দল গঠন করে। এছাড়াও বাকি দলগুলো মোটামুটি শক্তিশালী দল গঠন করেছে। আশা করা যাচ্ছে এবারের বিপিএল খুবই কিছু উত্তেজনা পূর্ণ ম্যাচ উপহার দিবে।

বিপিএল ২০২৫ প্লেয়ার ড্রাফট

বিপিএলের ১১ তম আসর এ অংশগ্রহণকারী সাত দলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। চিটাগং কিংস আগে থাকলেও কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোন ক্রিকেটার রিটেইন করতে পারেনি।
পুরোনো বাকি চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রাখে। সেই সাথে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই।

ড্রাফট শেষে দল গুলো দেশি বিদেশী অনেক খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে চলুন দেখে নিন ;

ঢাকা ক্যাপিটালস

নতুন দল হিসেবে বেশ শক্তিশালী দল গড়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  1. মোস্তাফিজুর রহমান
  2. তানজিদ হাসান
  3. লিটন দাস
  4. হাবিবুর রহমান
  5. মুকিদুল ইসলাম
  6. আবু জায়েদ
  7. মুশফিক হাসান
  8. সাব্বির রহমান
  9. মুনিম শাহরিয়ার
  10. আসিফ হাসান
  11. শাহাদাত হোসেন
  12. থিসারা পেরেরা
  13. জনসন চার্লস
  14. শাহনেওয়াজ দাহানি
  15. মীর হামজা
  16. স্টিফেন এসকিনেজি
  17. সাইম আইয়ুব
  18. আমির হামজা

দুর্বার রাজশাহী

দুর্বার রাজশাহী ও ভালো কিছু খেলোয়াড় কিনছে । চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  1. এনামুল হক
  2. তাসকিন আহমেদ
  3. জিশান আলম
  4. ইয়াসির আলী
  5. সাব্বির হোসেন
  6. সানজামুল ইসলাম
  7. এসএম মেহরব হোসেন
  8. আকবর আলী
  9. হাসান মুরাদ
  10. শফিউল ইসলাম
  11. মোহর শেখ
  12. সাদ নাসিম
  13. লাহিরু সামারাকুন

চিটাগাং কিংস

চিটাগাং কিংস ভালো কিছু খেলোয়াড় কিনছে । চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  1. সাকিব আল হাসান
  2. শরীফুল ইসলাম
  3. শামীম হোসেন
  4. পারভেজ হোসেন
  5. খালেদ আহমেদ
  6. আলিস আল ইসলাম
  7. মোহাম্মদ মিঠুন
  8. নাঈম ইসলাম
  9. মারুফ মৃধা
  10. রাহাতুল ফেরদৌস
  11. শেখ পারভেজ
  12. মার্শাল আইয়ুব
  13. মঈন আলী
  14. উসমান খান
  15. হায়দার আলী
  16. অ্যাঞ্জেলো ম্যাথুস
  17. মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
  18. বিনুরা ফার্নান্দো
  19. গ্রাহাম ক্লার্ক
  20. থমাস ও’কনেল

খুলনা টাইগার্স

খুলনা টাইগার্স মাজারি মানের কিছু খেলোয়াড় কিনছে । চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  • মেহেদী হাসান মিরাজ
  • আফিফ হোসেন
  • নাসুম আহমেদ
  • হাসান মাহমুদ
  • মোহাম্মদ নাঈম
  • ইমরুল কায়েস
  • মাহিদুল ইসলাম
  • আবু হায়দার
  • জিয়াউর রহমান
  • মাহফুজুর রহমান
  • মাহমুদুল হাসান
  • ওশানে থমাস
  • মোহাম্মদ হাসনাইন
  • লুইস গ্রেগরি
  • মোহাম্মদ নেওয়াজ

রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স ভালো মানের কিছু খেলোয়াড় কিনছে । চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  1. নুরুল হাসান
  2. মেহেদী হাসান
  3. মোহাম্মদ সাইফউদ্দিন
  4. নাহিদ রানা
  5. সাইফ হাসান
  6. সৌম্য সরকার
  7. রাকিবুল হাসান
  8. রেজাউর রহমান
  9. ইরফান শুক্কুর
  10. কামরুল ইসলাম
  11. তৌফিক খান
  12. অ্যালেক্স হেলস
  13. খুশদিল শাহ
  14. আল্লাহ গজনফর
  15. স্টিভেন রায়ান টেলর
  16. সৌরভ নেত্রবালকার
  17. আকিফ জাভেদ
  18. কার্টিস ক্যাম্ফার

ফরচুন বরিশাল

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে। চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  1. তামিম ইকবাল
  2. মুশফিকুর রহিম
  3. তাওহিদ হৃদয়
  4. মাহমুদউল্লাহ
  5. তানভীর ইসলাম
  6. নাজমুল হোসেন
  7. রিপন মন্ডল
  8. ইবাদত হোসেন
  9. নাঈম হাসান
  10. রিশাদ হোসেন
  11. তাইজুল ইসলাম
  12. শহিদুল ইসলাম
  13. আরিফুল ইসলাম
  14. ডেভিড ম্যালান
  15. কাইল মায়ার্স
  16. মোহাম্মদ নবী
  17. ফাহিম আশরাফ
  18. আলী মোহাম্মদ
  19. খান জাহানদাদ
  20. জেমস ফুলার
  21. পাথুম নিশাঙ্কা
  22. নান্দ্রে বার্গার

সিলেট স্ট্রাইকার্স

মাশরাফির সিলেট স্ট্রাইকার্স কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে। চলুন দেখে নেই তারা কাদের দলে ভিড়িয়েছে।

  1. জাকির হাসান
  2. জাকের আলী
  3. তানজিম হাসান
  4. রনি তালুকদার
  5. মাশরাফী বিন মোর্ত্তজা
  6. আল আমিন হোসেন
  7. আরাফাত সানি
  8. রুয়েল মিয়া
  9. আরিফুল হক
  10. নিহাদুজ্জামান
  11. নাহিদুল ইসলাম
  12. পল স্টার্লিং
  13. জর্জ মানসি
  14. রাহকিম কর্নওয়াল
  15. সামিউল্লাহ শেনওয়ারি
  16. রিসে টপলি

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *