বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২৪-২০২৫

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২০২৫, নিয়ে চিন্তিত ? যদি আপনারা আমাদের এই সম্পূর্ণ আলোচনাটি পড়েন তাহলে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ যোগ্যতা মানবন্টন ও নিয়মাবলী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২০২৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা, বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি, আবেদন শুরু শেষ ইত্যাদি সম্পর্কে আপনারা আমাদের এই আলোচনায় জানতে পারবেন তো আর দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪-২০২৫

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যা গুচ্ছ ভিতরে ছিল ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে পরীক্ষা নিবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন গ্রহণ ও ভর্তির তারিখ চুরান্ত হলে বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করবে। যা তারা ইতিমধ্যে করে দিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে অনেকে বলে থাকেন, যে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভর্তি পরীক্ষা হবে অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে যা আপনাদের সুবিধার্থে ছক আকারে তুলে ধরা হলো :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি ও আবেদন ২০২৪-২৫

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে তাদের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ প্রকাশিত হয়েছে এ বছরে ৪০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হবে।

এবং প্রাথমিক আবেদন ১ই ডিসেম্বর থেকে শুরু হবে যা বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 

ইউনিটতারিখ
 এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)  ২২ ফেব্রুয়ারি 
বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) ১৫ ফেব্রুয়ারি 
সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ)২৮ ফেব্রুয়ারি 
ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)১৪ ফেব্রুয়ারি
  ই-ইউনিট (চারুকলা অনুষদ)আগামী ৩১ জানুয়ারি 
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের তথ্য সংক্রান্ত বিষয়বলি নিচে তুলে ধরা হলো :

আবেদন শুরু১ ডিসেম্বর
আবেদনের শেষ১৫ ডিসেম্বর 
প্রাথমিক আবেদন ফি১০০ টাকা
বাছাইয়ে নির্বাচিত আবেদন ফি৭০০ টাকা
প্রবেশপত্র ডাউনলোডবিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পেয়ে যাবেন 
বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আরো বলা হয়েছে, যে আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তির সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা 2024-2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কিছু যোগ্যতা থাকা আবশ্যক তা হল ২০২১ বা ২০২২ সালে এসএসসি সমমান ও ২০২৪ সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শুধু তারাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগে ?

ইউনিট- Aএইচএসসি বিভাগ :( বিজ্ঞান )

এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ {3.50} (৪র্থ বিষয়সহ)

এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: ৮.০০ {৪র্থ বিষয়সহ}
ইউনিট- Bএইচএসসি বিভাগ :( মানবিক )

এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ :3.00 {৪র্থ বিষয়সহ}

এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: 6.00 {৪র্থ বিষয়সহ}
ইউনিট- Cএইচএসসি বিভাগ :( বাণিজ্য )

এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ :3.00 {৪র্থ বিষয়সহ}


এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ: 6.50 {৪র্থ বিষয়সহ}
সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগএইচএসসি বিভাগ :( মানবিক )

এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ :3.00 {৪র্থ বিষয়সহ}

এসএসসি+এইচএসসি ন্যূনতম জিপিএ:6.00 {৪র্থ বিষয়সহ}
চারুকলা বিভাগসকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

জবি A ইউনিট

 A ইউনিটে বিজ্ঞান শাখায় চারটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরে পরীক্ষা দিতে হবে।

বিভাগবিষয়নম্বরমোট নম্বর
ইউনিট – A { বিজ্ঞান শাখা }

বি. দ্র: আইসিটি, জীববিজ্ঞান ও
গণিত যেকোনো দুটি বিষয় উত্তর করতে হবে।
পদার্থবিদ্যা 250
রসায়ন250
গণিত25100
জীববিদ্যা 250
আইসিটি250

জবি B ইউনিট

মানবিক শাখায় তিনটি বিষয়ে মোট ১০০ নম্বরে পরীক্ষা দিতে হবে।

বিভাগবিষয়নম্বরমোট নম্বর
ইউনিট – B { মানবিক শাখা }
বাংলা350
ইংরেজি350
সাধারণ জ্ঞান { সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশ ও
আন্তর্জাতিক বিষয়গুলি এবং মাধ্যমিক ও সমমানব উচ্চ মাধ্যমিক সমান পর্যায়ে পঠিত সিলেবাস অনুযায়ী পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত ইত্যাদি প্রশ্ন থাকবে।}
30100

জবি C ইউনিট

ব্যবসায় শিক্ষা শাখায় মোট চারটি বিষয়ে ১০০ নাম্বারে পরীক্ষা হবে।

বিভাগবিষয়নম্বরমোট নম্বর
হিসাববিজ্ঞান 350
ইউনিট-C{ ব্যবসায় শিক্ষা শাখা}বসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা350
বাংলা15100
ইংরেজি150

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সময় বন্টন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে ১০০ নম্বরে ।পরীক্ষার জন্য এক ঘণ্টা করে সময় বরাদ্দ করা থাকবে। ১ ঘন্টার মধ্যে আপনাকে আপনাদের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান 1 এবং প্রতিদিন ভুল উত্তরের কারণে 0.25 কাটা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা

জবি A ইউনিট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের বিষয়ভিত্তিক আসন সংখ্যা নিচে তুলে ধরা হলো:-

বিষয়আসন সংখ্যা
রসায়ন 80
পদার্থবিজ্ঞান80
গণিত 80
প্রাণিবিদ্যা 80
পরিসংখ্যান 80
উদ্ভিদবিজ্ঞান80
ভূগোল পরিবেশ80
মনোবিজ্ঞান 80
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং50
অনুজীব বিজ্ঞান40
ফার্মেসী40
প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান 30
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি25

জবি B ইউনিট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের বিষয়ভিত্তিক আসন সংখ্যা নিচে তুলে ধরা হলো:-

বিষয়আসন সংখ্যা
বাংলা80
ইংরেজি 80
ইতিহাস 80
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি80
ইসলামিক স্টাডিজ80
দর্শন80
আইন80
অর্থনীতি80
রাষ্ট্রবিজ্ঞান80
সমাজবিজ্ঞান 80
সমাজকর্ম80
নৃবিজ্ঞান80
গণযোগাযোগ ও সাংবাদিকতা80
লোক প্রশাসন 80
ভূমি ব্যবস্থাপনা ও আইন 60
এডুকেশন60
ইংলিশ ল্যাঙ্গুয়েজ40

জবি C ইউনিট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের বিষয়ভিত্তিক আসন সংখ্যা নিচে তুলে ধরা হলো:-

বিষয়আসন সংখ্যা
মার্কেটিং ফিনান্স 200
মার্কেটিং এন্ড ইনফরমেশন সিস্টেম 160
ম্যানেজমেন্ট স্টাডিজ160

অন্যান্য ইউনিট এর সংখ্যা নিচে তুলে ধরা হলো:-

বিষয়আসন সংখ্যা
সংগীত ফিল্ম এন্ড টেলিভিশন40
চারুকলা40
নাট্যকলা40
ফিল্ম এন্ড টেলিভিশন30

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

কোন বিশ্ববিদ্যালয় যদি আপনারা ভর্তির জন্য নির্বাচিত হন তাহলে আপনাদের পরবর্তী ধাপ কি ? নির্ধারিত সময়ে আপনাদের ভর্তি হতে হবে তাইতো

বিশ্ববিদ্যালয় ভর্তির সময় যে কাগজগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন:-

  1. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীট
  2. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের চার কপি ছবি
  3. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে পর্যবেক্ষণ কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড
  4. অভিভাবকের জাতীয় পরিচয় পত্র
  5. অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথবিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কিছু তথ্য নিচে উল্লেখ করা হলো:-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার সদরঘাটে অবস্থিত ।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ,গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় তিনটি ইউনিট পরীক্ষা হয়ে থাকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা হচ্ছে ২৭৬৫ টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের আসন সংখ্যা ৮২৫টি, এবং বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আসন সংখ্যা ১২৭০টি, বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আসন সংখ্যা৫২০ টি, এবং বিশ্ববিদ্যালয় ২০২১ থেকে ২০২২ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষায় আওতাভুক্ত হয়েছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিবস ২০ অক্টোবর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ১১ টি হল।

ফলাফল

আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন ফলাফল জানার জন্য PDF ক্লিক করুন ।

শেষ কথা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী আপনারা উপরে আলোচনা থেকে ইতিমধ্যে জানতে পেরেছেন যদি আপনাদের আমাদের এই তথ্যাবলী থেকে কোন উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা নিউজ পেপারের পাশে সর্বদা থাকবেন আশা করি আসসালামু আলাইকুম।

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *