ইসলাম

বিশ্ব ইজতেমা শুরু কবে হবে 2025 ১ম পর্ব ও ২য় পর্ব শুরুর তারিখ

(বিশ্ব ইজতেমা শুরু কবে হবে 2025 ১ম পর্ব ও ২য় পর্ব শুরুর তারিখ) আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব ইজতেমা শুরু কবে হবে 2025 ১ম পর্ব ও ২য় পর্ব সম্পর্ক নিয়ে। বিশ্ব ইজতেমায় বিশ্বের সকল জায়গার মানুষ এখানে একত্রিত হয় আল্লাহর এবাদতে মশগুল হওয়ার জন্য। এই দিনে বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়ে থাকে লাখো মানুষ। আজকের আমাদের এ বিশ্ব ইজতেমার সংক্রান্ত আলোচনা মধ্য দিয়ে, আপনারা বিশ্ব ইজতেমার সংক্রান্ত তথ্য ও ১ম পর্ব ও দ্বিতীয় পর্ব এবং বিশ্ব ইজতেমার প্রস্তুতি, ও বাংলাদেশের বিশ্ব ইজতেমা ইতিহাস, নিয়ে আজকে আমাদের এই আলোচনা। চলুন আর দেরি না করে আমরা আলোচনায় চলে যায়।

পবিত্র মাহে রমজানের রোজার নিয়ত ও নফল রোজার নিয়ত 2025

বিশ্ব ইজতেমা শুরু ২০২৫ শুরুর তারিখ

বিশ্বে মুসলিমদের একত্রিত হওয়ার দ্বিতীয় বড় ধর্মীয় জমায়েত ৫৮ তম বিশ্ব ইজতেমা শুরুর তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। প্রত্যেক বছর এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের বাংলাদেশের টঙ্গী অঞ্চলে, যা সাধারণত টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত।

বার্ষিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে তাবলীগ জামাতের আয়োজন এর মাধ্যমে। গত বছরের মতোই এবারও দুই পর্বেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।

২০২৫ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বের শুরুর তারিখ নির্ধারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। যিনি আরো জানিয়েছেন, যে তাবলীগ জামাতের দুই পক্ষকে সাথে নিয়ে সোমবার (৪ই নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে বিশেষ বৈঠক এর শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

তবে এখনো কে কোন তারিখ পাচ্ছে তা এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান যে, বিশ্ব ইজতেমা হস্তান্তর ও নিরাপত্তা প্রস্তুতি, বিদেশী অতিথিদের ভিসা, ও বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগের ব্যবস্থা, ও স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা ইত্যাদি এবং আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা।

বিশ্ব ইজতেমাটি, ঢাকা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরত্বে , উত্তরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশাল ময়দানে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

সাধারণত দেখা যায়, এই ইজতেমায় প্রত্যেক বছর লাখো মানুষ হাজির হয়ে থাকে এবং তারা মহান আল্লাহ তায়ালার এবাদত বন্দেগীতে মশগুল থাকে এবং বাংলাদেশের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও হাজার হাজার মুসল্লীরা ইবাদতের জন্য উপস্থিত হয়ে থাকেন।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের একত্র হওয়ার অন্যতম একটি দিন হল বিশ্ব ইজতেমা। যেখানে বিভিন্ন দেশের মানুষেরা সমবেত হয়ে থাকে। তাই হাজার ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

২০২৫ সালে বিশ্ব ইজতেমা শুরুর তারিখ

আমাদের বাংলাদেশের অন্যতম একটি দিন হল বিশ্ব ইজতেমা। যা দীর্ঘদিন ধরে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারও অতীতের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে বিশ্ব ইজতেমার আয়োজনকে আরো সুন্দর ও মনমুগ্ধকর করার জন্য আমরা সবাই এগিয়ে আসি।

রোববার(১৭ ই নভেম্বর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, 2025 সালের 31 শে জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে আয়োজন করবেন এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করে থাকবে।

বিশ্বের অধিকাংশ মুসলিমরা এখানে যোগদান করবে এবং বিশ্ব ইজতেমার যোগদান করার জন্য পূর্বে থেকে বেশ কিছু নিয়ম ও নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এখানে প্রায় কয়েক লক্ষ মানুষেরা সমাগত হবে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে রাস্তাঘাটের যানজটের সৃষ্টি হয় এবং এ কারণে কিছু নিরাপত্তা ব্যবস্থাপনাও রয়েছে তবে এখানে যানবাহনের ক্ষেত্রে বেশ জটিলতায় পড়তে হয়, সেই কারণেই অনেক মুসলিমরা এ বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় এবং সামর্থ্য নিয়ে এখানে উপস্থিত হয়ে থাকে।

তাই সেদিকে বিবেচনা করে, সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ও বিভিন্ন আইনজীবীরা থাকবে। যারা সেখানে উপস্থিত মুসল্লিদের বিভিন্ন সহায়তা করে থাকবে। সেখানকার পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ রাখার জন্য বিভিন্ন প্রশাসনিক সহযোগী কর্মীরা ও উপস্থিত থাকবে।

২০২৫ সালের বিশ্ব ইজতেমা ১ম পর্ব শুরুর তারিখ

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের একত্রিত হওয়ার দিন হল বিশ্ব ইজতেমা। যার প্রথম ১ম পর্ব শুরু হবে 31 শে জানুয়ারি তারিখ থেকে এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি এই দিনে হাজারো ধর্মপ্রাণ মুসলিমরা একত্রিত হয়ে থাকে এবং মহান আল্লাহ পাকের এবাদত বন্দেগি করে থাকে।

২০২৫ সালের বিশ্ব ইজতেমা ২য় পর্ব শুরুর তারিখ

২০২৫ সালের বিশ্ব ইজতেমা এর প্রথম পর্ব শেষ হবে ২ই ফেব্রুয়ারি এবং তার পরবর্তীতে ৫ দিন বিরতি দিয়ে ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম এরপর ৯ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি

প্রতি বছরের মত বাংলাদেশে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা শুরুর আর মাত্র দেড় মাসের মত সময় বাকি আছে। সাধারণত বিশ্ব ইজতেমা তুরাগ নদীর তীরে বিশাল মাঠে হয়ে থাকে।

বিশ্ব ইজতেমায় বিশাল সমাবেশ হওয়ায় কোন প্রকার যেন বাধা-বিপত্তি না আসে ও নিরাপত্তার কথা চিন্তা করে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এবারেও থাকছে বিশ্ব ইজতেমার মাঠে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিপুল সংখ্যক সদস্য।

মাঠের ভেতর ও বাইরে একযোগে কাজ করে যাচ্ছে তারা। বিশ্ব ইজতেমায় আগত মেহমানদেরকে সর্বক্ষেত্রে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যাতে করে বিশ্ব ইজতেমার মাঠে কোন প্রকার বিশৃঙ্খলা ও দুই গ্রুপের মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই দিকে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে আইন-শৃঙ্খলা বাহিনী।

২০২৫ সালে বিশ্ব ইজতেমায় কতজন লোক হয়

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের একত্রিত হওয়ার দিন হল বিশ্ব ইজতেমা। যেখানে হাজারো মুসল্লীরা এসে থাকেন মহান রাব্বুল আলামিনের আল্লাহ পাকের এবাদত বন্দেগী করার জন্য। ইতিমধ্যেই বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়ে গেছে। আর মাত্র দেড় মাসের মতো সময় আছে।

২০২৪ সালে বিশ্ব ইজতেমার ময়দানে 10 লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন তবে আখেরি মোনাজাতে দিন মোনাজাতের দিন প্রায় 40 লাখ ধর্মপ্রাণায় অংশগ্রহণ করে থাকেন। ইনশাআল্লাহ এবারও আশা করা যায় গতবারের থেকে এবারে সংখ্যা আরো বেশি হবে ইনশাআল্লাহ।

বিশ্ব ইজতেমার বিধি বিধান

বিশ্ব ইজতেমা মাঠ অনেক বিশাল হওয়ায় এখানে বিভিন্ন বিদেশ ও দেশের মানুষ এসে থাকেন। তো সব কিছুরই, কিছু বিধি-বিধান থাকে, বিশ্ব ইজতেমার মাঠেও থাকার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে যা হলো, প্রত্যেক জেলার আলাদা আলাদা স্থান রয়েছে তাই সর্বদা নির্ধারিত জায়গায় অবস্থান করা এবং মূল সড়কের কাছে তাবু না টাঙ্গানো ,

এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ঠিক রাখতে যেরকম ভাবে নির্দেশনা দিয়েছে ঠিক সেরকমই আমাদের চলা এবং তাবলীগের শীর্ষ মুরুব্বীদের দেওয়া আদেশ নির্দেশনা গুলো একান্তভাবে আদায় করা ও মেনে চলা। কোন প্রকার সমস্যার উপলব্ধি বা আভাস পাওয়ার মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তৎক্ষণাৎ তা পৌঁছে দেওয়া এবং সকলের টাকা মূল্যবান সামগ্রী সহ একাকি বিখ্যাতভাবে ঘোরাফেরা না করা এবং সব সময় টাকা মূল্যবান জিনিস হেফাজত রাখা ইত্যাদি।

বাংলাদেশের বিশ্ব ইজতেমার ইতিহাস

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের একত্রিত হওয়া অন্যতম একটি দিন হল বিশ্ব ইজতেমা। এটি প্রথম ১৯৪৬ সালে বাংলাদেশে কাকরাইল মসজিদের ভেতরে প্রথম বিশ্ব ইজতেমার যাত্রা সেখান থেকে শুরু হয়।

পরবর্তীতে ১৯৪৮ সালে নারায়ণগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়,লোক সংখ্যা ও জনপ্রিয়তা বেড়ে যাওয়ার ফলে ১৯৬৬ সালে টঙ্গী পাগাড় গ্রামের কাছে অর্থাৎ টঙ্গীর মনসুর জোট মিলের নিকটে বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল এরপর থেকে এর নামকরণ করা হয় বিশ্ব ইজতেমা।

১৯৬৭ সালে তুরাগ টঙ্গীর তুরাগ নদীর পাড়ে প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তুরাগ নদীর পাড়ের ১৬০ একর জমি বিশ্ব ইজতেমার জন্য বরাদ্দ করে দেয়।

ইতিহাস থেকেও যারা যায় যে কয়েকটি দেশে কয়েকটি দেশ মিলে ইতিহাস থেকেও জানা যায় যে কয়েকটা দেশ একত্রিত করে সেখানে বাংলাদেশও ছিল বিশ্ব ইজতেমার স্থান লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়। লটারির মাধ্যমে তবে তাবলীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা নমিনি করেন দেশভাগের পর তৎকালীন ,পূর্ব বাংলাদেশ, ও পাকিস্তান ও ভারত পৃথক স্থানের প্রয়োজনীয়তা দেখা দেয় যে তখন একসঙ্গে তিন ভূখণ্ডে ইজতেমা চালু হয় ।

তবে সেই সময় স্বল্প ব্যয় ও ভিসা প্রাপ্তির সহজলভ্যতার জন্য ও সাধারণ মুসলমানের আন্তরিকতা ও অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য সামাজিক ও ধর্মীয় সহিংসতা ইত্যাদির কারণে অধিক সংখ্যক লোকের অংশগ্রহণ বাংলাদেশের ইজতেমাকে সারা বিশ্বের তাবলীগ জামাতের অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে এটি বিশ্ব ইজতেমা নামে পরিচিতি লাভ করে।

শেষ কথা

বিশ্ব ইজতেমা শুরু কবে হবে 2025 ১ম পর্ব ও ২য় পর্ব সম্পর্কে আপনারা ইতিপূর্বেই আমাদের আলোচনা থেকে তা জানতে পেরেছেন। আজকে আমাদের আলোচনায় যা নিয়ে করেছি তা হল বিশ্ব ইজতেমা শুরু 2025 সালে বিশ্ব ইজতেমা শুরু কবে 2025 সালে বিশ্ব ইজতেমা ১ম পর্ব ও দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার প্রস্তুতি ইত্যাদি। ছবি

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *