বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, খরচ ও টিউশন ফি

(ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, খরচ ও টিউশন ফি) আজকে আমরা আলোচনা করব, যে ব্রাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ব্রাক বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্রাক বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, বিশ্ববিদ্যালয় উপাচার্য, ব্রাক বিশ্ববিদ্যালয় কবে আবেদন করা যাবে, , বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেগেটিভ মার্কেটিং আছে কিনা।

বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২০০১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে ফজলে হাসান আবেদের সংস্থার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল । বাংলাদেশের যে কয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হ্যালো ব্রাক বিশ্ববিদ্যালয়।  এটি খুব অল্প সময়ের মধ্যে এর মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষা সুন্দর পরিবেশ গড়ে তুলে ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয়টি ব্যাপক সুনাম অর্জন করে নিয়েছে।

 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি 2024-২০২৫

এখানে রয়েছে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলাম, গবেষণার জন্য যথাযোগ্য পরিবেশ, অনেক বড় লাইব্রেরী, এবং ব্যতিক্রমী কার্যক্রম ,যেহেতু স্টুডেন্টদের মধ্যে অনেকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার অনেক আগ্রহ জন্মে থাকে প্রায়, এই আলোচনার মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধরে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিচে ব্রাক বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ এবং আবেদন করার নিয়ম এবং ইত্যাদি সম্পর্কে আলোচনা করব।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় । এখানে ভর্তির খরচ ৫০ হাজার টাকা এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থিত । প্রশাসনিক ভবন থেকে সকল প্রকার তথ্য সংগ্রহ করা হয়, এবং প্রত্যেক সেমিস্টার ফি 50 হাজার টাকা, এবং সেমিস্টারের কম্পিউটারে ১৫০০ টাকা, স্টুডেন্ট একটিভিটি ফি ৬০০, টাকা এবং লাইব্রেরী ফি ৭৫০।

ভর্তির খরচ50000 টাকা
সেমিস্টার ফি50000 টাকা
সেমিস্টারের কম্পিউটার ফি15000 টাকা
স্টুডেন্ট একটিভিটি ফি600 টাকা
লাইব্রেরী ফি750 টাকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা

যারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে ইচ্ছুক, তাদের খরচের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তির ন্যূনতম যোগ্যতা সম্পর্কে জেনে নিন:

এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ঐচ্ছিক বিষয় সহ এত পয়েন্ট থাকতে হবে।

গ্রেডিং স্কেল (এ=৫, বি=৪, সি=৩ এবং ডি=২) হিসেবে ও- লেভেলের পাঁচটি বিষয় এবং এ- লেভেলের দুইটি বিষয়ে সহ আলাদাভাবে সর্বনিম্ন জিপিএ 2.5০ থাকতে হবে যদি কোন বিষয়ে ‘ই’ গ্রেড পায় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না।

যারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 12 বছর শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে।

যারা আইবি -ডিপিতে ভর্তি হতে ইচ্ছুক, সেসব শিক্ষার্থীদের ডিপিতে ন্যূনতম 24 স্কোর পেলে ভর্তির আবেদনের জন্য বিবেচিত বা নির্বাচিত হবেন।

এই বিষয়ে জানা আবশ্যক যে, বাংলাদেশের বাইরে পড়া শিক্ষার্থীদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাডেমিক নথিপত্রের যাচাই করা কপি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সনদপত্র অবশ্যই জমা দিতে হবে।

ব্র্যাক এ বছরে কয়টি সেমিস্টার থাকে?

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বছরে তিনটি সেমিস্টার এ দুইবার করে মোট ছয় বার এক্সাম হয়ে থাকে দুই মাস পর পরই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এবং প্রত্যেক সেমিস্টার ফি হচ্ছে 50000 হাজার টাকা।

ব্র্যাক ইউনিভার্সিটিতে এর অন্তর্ভুক্ত অনেকগুলো স্কুল রয়েছে ও ইনস্টিটিউটের আওতায় বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে সেগুলো হল:

  • ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট
  • ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ (বি.আই.এল.)
  • ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশন ডেভেলপমেন্ট
  • ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিভাগ সমূহ

ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অনুষদ সমূহ নিচে তুলে ধরা হলো:

বিভাগ অনুষদ
স্থাপত্য অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান
ইংরেজি ইলেকট্রিক  এন্ড  ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং ( EEE) 
গনিত ও প্রাকৃতিক বিজ্ঞান ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
ফার্মেসি 
কম্পিউটার Science ও প্রকৌশল

উপরোক্ত বিভাগ সমূহে ট্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের সূচক রয়েছে যারা ভর্তি হতে ইচ্ছুক।

ব্রাক ইউনিভার্সিটির টিউশন ফিস

ব্র্যাক বিশ্ববিদ্যালয় যারা স্নাতক শ্রেণীতে ভর্তি আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

ডিগ্রির নাম সমূহমোট ক্রেডিট ফি
স্থাপত্যের স্নাতক201 ক্রেডিট14,26,000 টাকা
বিবিএ 130 ক্রেডিট৮,৯১,০০০ টাকা
সিএসই (বিএসসি)136 ক্রেডিট9,57,000 টাকা
ইসিই (বিএসসি)36 ক্রেডিট9,27,000 টাকা
EEE (বিএসসি) 136 ক্রেডিট9,27,000 টাকা
 নৃবিজ্ঞানে বিএসএস120 ক্রেডিট৮,৩১,০০০ টাকা
অর্থনীতিতে বিএসএস120 ক্রেডিট৮,৩১,০০০ টাকা
ইংরেজিতে বি.এ120 ক্রেডিট৮,৩১,০০০ টাকা
এলএলবি অনার্স 135 ক্রেডিট9,21,000 টাকা
পদার্থবিজ্ঞানে বিএসসি132 ক্রেডিট9,03,000 টাকা
বিএসসি ইন এপিই130 ক্রেডিট ৮,৯১,০০০ টাকা
গণিতে বিএসসি 127 ক্রেডিট৮,৭৩,০০০ টাকা
বিএসসি ইন মাইক্রোবায়োলজি136 ক্রেডিট9,27,000 টাকা
 ফার্মেসি ব্যাচেলর 164 ক্রেডিট 10,91,000 টাকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি হতে হলে আপনাকে যে পরিমাণ ফি প্রদান করতে হবে

ফার্মেসি ক্রেডিট ফি বাবদ:

৬ টি Credit ফি বাবদ৩৬,০০০ টাকা
সেমিস্টার ফি ১০,০০০ টাকা 
Admission Fees ২৫,০০০ টাকা
 লাইব্রেরী মেম্বারশিপ কার্ড২০০০ টাকা
 সর্বমোট= ৭৩,০০০ টাকা ( যা অফেরত যোগ্য) 

আর্কিটেকচার এন্ড CSE :

 ৬ টি Credit ফি বাবদ ৩৬,০০০ টাকা 
সেমিস্টার ফি ৭,০০০ টাকা
Admission Fees২৫,০০০ টাকা
লাইব্রেরী মেম্বারশিপ কার্ড ২০০০ টাকা
 সর্বমোট= ৭২, ৫০০ টাকা ( যা অফেরত যোগ্য) 

অন্যান্য কোর্স ফি:

 ৬ টি Credit ফি বাবদ ৩৬,০০০ টাকা
সেমিস্টার ফি ৭,০০০ টাকা
Admission Fees ২৫,০০০ টাকা
লাইব্রেরী মেম্বারশিপ কার্ড ২০০০ টাকা
সর্বমোট=  ৭৩,০০০ টাকা ( যা অফেরত যোগ্য)

এখানে বেশিরভাগ তথ্য গুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই যারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক, তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অথবা সরাসরি ব্রাক বিশ্ববিদ্যালয়ের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন । আশা করছি আপনারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন । বিশ্ববিদ্যালয়ের খরচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *