বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি 2024-২০২৫

(মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি 2024-২০২৫) আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমাদের এই আলোচনা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং মাওলানা ভাষা মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, সাবজেক্ট লিস্ট,ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল ডাউনলোড, ইত্যাদি নিয়ে আজকে আমাদের এই আলোচনা চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যায়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ নোটিশ বোর্ড

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

যারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক 20২৪-25 সালে ভর্তি বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করবেন।

এসএসসির পরীক্ষার নূন্যতম যোগ্যতা পরীক্ষার নাম পাশের সন ন্যূনতম জিপিএএইচএসসিপরীক্ষার নূন্যতম যোগ্যতা পরীক্ষার নাম পাশের সনন্যূনতম জিপিএ
এসএসসি (মানবিক) 2021/20223.00এসএসসি (মানবিক) 2023/20243.50
এসএসসি (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)2021/20223.50এসএসসি (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)2023/20243.50

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় subject list

নিচে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ এবং বিভাগ সময় নিচে তুলে ধরা হলো:

প্রকৌশল অনুষদ জীববিজ্ঞান অনুষদবিজ্ঞান অনুষদব্যবসায়ী শিক্ষা অনুষদসামাজিক বিজ্ঞান অনুষদ কলা অনুষদভেটেরিনারী চিকিৎসা ও পশু বিজ্ঞান অনুষদ
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগপরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগরসায়ন বিভাগ
হিসাববিজ্ঞান বিভাগ
অর্থনীতি বিভাগইংরেজি বিভাগভেটেরিনারি সায়েন্স ও পশুপালন বিভাগ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগঅপরাধবিদ্যা ও পুলিশবিজ্ঞান বিভাগগণিত বিভাগ
ব্যবস্থাপনা বিভাগ
বস্ত্র প্রকৌশল বিভাগখাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগপদার্থবিজ্ঞান বিভাগ
যন্ত্র প্রকৌশল বিভাগজৈবপ্রযুক্তি ও
জিন প্রকৌশল বিভাগ
পরিসংখ্যান বিভাগ
তড়িৎ ওবৈদ্যুতিন প্রকৌশল (প্রস্তাবিত)জৈব রসায়ন এবং আণবিক জীববিদ্যা বিভাগডেটাবিজ্ঞান (প্রস্তাবিত)
ফার্মেসী বিভাগ

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত আসন তা নিচে তুলে ধরা হলো:

ইউনিট আসন সংখ্যা
বিজ্ঞান ( A ) ৭১০ টি।
মানবিক( B )৬৫ টি।
ব্যবসায় শিক্ষা ( C )১০০ টি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টনঃ

  • মোট নাম্বার ২০০ (এমসিকিউ পরীক্ষা 100 জিপিএ 100)
  • ভুল উত্তরের জন্য কাটবে ০.২৫
  • এবং মোট প্রশ্ন থাকবে ১০০ টি
  • প্রত্যেকটির মান থাকবে ১
  • আলাদা আলাদা ভাবে পাস করতে হবে ন্যূনতম পাস মার্ক ৪০

এ ইউনিটঃ

  1. পদার্থ-৩৫,
  2. রসায়ন-২০,
  3. গণিত-৩৫,
  4. ইংরেজী-১০
  5. মোট ১০০

বি ইউনিটঃ

  1. পদার্থ-২০,
  2. রসায়ন-৩৫,
  3. জীববিজ্ঞান-৩৫,
  4. ইংরেজী-১০
  5. মোট ১০০

সি ইউনিটঃ

  1. পদার্থ-৩০,
  2. রসায়ন-৩০,
  3. গণত-০,
  4. ইংরেজী-১০
  5. মোট ১০০

ডি ইউনিটের নম্বর বন্টন:

বিজ্ঞান শাখা মানবিক শাখা ব্যবসায় শাখা
পদার্থ-৩০,
ইংরেজী-৪০ ,
ইংরেজী-৪০,
রসায়ন-৩০,
বাংলা-৩০,
ব্যবসায় সংগঠন-৩০,
গণিত-৩০,
অর্থনীতি ৩০ ,
হিসাব বিজ্ঞান ৩০
ইংরেজী-৪০
পৌরনীতি-৩০
মোট ১০০
***পদার্থ রসায়ন ও গণিত এর যেকন ২ টির উত্তর করতে হবে।
***অর্থনীতি , পৌরনীতি এর যে কোন একটি উত্তর করতে পারবে।

ভর্তির গুরুত্ব পূর্ণ কিছু তথ্য:

বিশ্ববিদ্যালয়ের ধরনঃ সরকারী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের নামঃমাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়
আবেদন শুরুঃ_
আবেদন শেষঃ_
আবেদনের মাধ্যমঃঅনলাইনে।
আবেদনের লিংকঃhttp://mbstu-admission.net
আবেদন ফিঃ৬০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃhttps://www.mbstu.ac.bd/

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

  1. GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীন হতে হবে।
  2. 2023 ও 2024 সালে এইচএসসি পরীক্ষায় যারা শিক্ষার্থীরা রয়েছো পরীক্ষা নির্দেশনা গুলো সাপেক্ষে আবেদন করতে পারবে
  3. 2023 / 2024 সালের পূর্বে পাশকৃত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আবেদন করতে পারবেন না।
  4. এসএসসি এবং এইচএসসি তে কমপক্ষে জিপিএ 3.0 সহ মোট জিপিএ 6.50 থাকতে হবে

আবেদন তিনটি ধাপে হয়ে থাকে

  • ধাপ-১ ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে এবং Bill Number নাম্বার সংগ্রহ করতে হবে ওয়েবসাইটটি হলো mbstu-admission.org .
  • ধাপ-২ এবং আপনি চাইলে রকেটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফ্রি প্রদান করতে পারেন এবং আপনারদের এটি সংগ্রহ করতে হবে Transaction ID (Tnxid) টি সংগ্রহ করতে হবে।
  • ধাপ-৩ তাদের অফিসিয়াল ওয়েবসাইটেmbstu-admission.org গিয়ে বিল নাম্বার এবং Transaction ID আইডি দিয়ে প্রবেশ করলে আপনারা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন

শেষ কথা

আপনারা ইতিমধ্যে আমাদের আলোচনা থেকে কোন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 20২৪-২৫ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। যেমন, বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট, ,গুরুত্বপূর্ণ তথ্য ,ইত্যাদি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যদি আমাদের উপরে আলোচনা থেকে উপকৃত হয়ে থাকে তাহলে আমাদের বাংলা নিউজ পেপারের পাশে থাকবেন ইনশাআল্লাহ।

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *