রতন টাটার মৃত্যুতে কাঁদছে পুরো ভারত

রতন টাটা

প্রিয় পাঠক বিখ্যাত টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুবরণ করেছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন রতন টাটা কিভাবে মারা গেছেন এবং তিনি কোন ধর্মের তাই আর সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

রতন টাটার মৃত্যু

গতকাল রাতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। টাটা গ্রুপ তাদের এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। বেশ কিছু দিন যাবত স্বাস্থ্যের অবস্থা তার স্বাস্থ্য অবস্থা অবনতি ঘটে। বিগত সোমবার সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানান, বয়সের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে।
তবে বুধবার তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা গুঞ্জন বাহিরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তার মৃত্যুর কথা নিশ্চিত করে টাটা গ্রুপ। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তা সব জানিয়েছেন।

১৯৯১ সালে রতন টাটা ১০০ বছর পুরনো এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালে টাটা টেলি সার্ভিসের প্রতিষ্ঠা করেন। অর্ধশত বছর নিরলস পরিশ্রমের মাধ্যমে টাটা গ্রুপকে অনেক বড় করে তুলেছে। ১৫৬ বছরের পুরনো প্রতিষ্ঠানটিতে ১০০ টি দেশের সঙ্গে ব্যবসা করে। এই প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হিসেবে রতন টাটা ২১ বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে গ্রুপের আয় বেড়েছে 40 গুণ এবং মুনাফা বেড়েছে প্রায় 50 গুণ। ২০১২ সালে রতন টাটা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এর দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। মাস্টার্স পরীক্ষার রুটিন ২০২৪

রতন টাটা কোন ধর্মের

মূলত টাটা গোষ্ঠীটি পারসি ধর্মের অন্তর্গত। তারা জরথুষ্ট্রীয় সম্প্রদায়, যা পারস্য থেকে উদ্ভূত। কোন বিশেষ কারণে এরা ভারতে এসে বসবাস করতে শুরু করে।
এই জন্য রতন টাটাকেও পার্সী ধর্মের বলেমনে করা হয়।

About Md Mezanur Rahman

আমি, মোঃ মিজানুর রহমান খান, শব্দের ভেতর লুকিয়ে থাকা আলো ও অন্ধকারকে নিঃস্বার্থে খুঁজে ফিরি। একজন আধুনিক বাংলা কবি ও প্রবন্ধ লেখক হিসেবে মানবিক অনুভূতির নিঃশব্দ নড়াচড়া, ন্যায়–অন্যায়ের গভীর মনস্তত্ত্ব, আত্মশুদ্ধির নীরব পথচলা—এসবই আমার কবিতা ও সাহিত্য বিশ্লেষণের মূল সুর। বাস্তবতা ও কল্পনার মাঝখানে যে অদৃশ্য সেতু তৈরি হয়, আমি তারই পথিক। শব্দের প্রতিটি বাঁকে নতুন ভাবনার আলো জ্বালিয়ে পাঠকের মনে চিন্তার দরজা খুলে দেওয়াই আমার লেখার সাধনা। আমি নিয়মিত বাংলা কবিতা, প্রবন্ধ ও ব্যাখ্যামূলক সাহিত্য প্রকাশ করি, যার মাধ্যমে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ ও উজ্জ্বল করার চেষ্টা করি।

View all posts by Md Mezanur Rahman →

One Comment on “রতন টাটার মৃত্যুতে কাঁদছে পুরো ভারত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *