মাহে রমজানের ইফতারের দোয়া 2024
আপনারা কি রমজানের ইফতারের দোআ সম্পর্কে জানতে চান। তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন। আজকের এই আলোচনায় ইফতারের দোয়া আরবি, ইফতারের দোয়া বাংলা অর্থসহ, ইফতারের দোয়া বাংলা উচ্চারণ, ইফতারের নিয়ত ইত্যাদি সম্পর্কে আলোচনা করবো। পবিত্র মাহে রমজানের রোজার নিয়ত ও নফল রোজার নিয়ত 2024
তাই ইফতার সম্পর্কে সঠিক ধারণা পেতে আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে পড়ুন।
ইফতারের দোয়া আরবি
মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইফতারের আগে দোয়া পড়তেন। ইফতারের আগে দোয়া পড়া সুন্নত।
দোয়া আরবি:- اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن
সারাদিন রোজা রাখার পর সূর্যোস্তের পর মুমিন গণ খেজুর অথবা পানি পানের মাধ্যমে রোজা ভাংগে ইফতার করে। তবে ইফতার করার পূর্বে ইফতারের দোআ পড়া সুন্নত। উপরোক্ত দোআ পড়ার মাধ্যমে সূর্যাস্তের পর রোজা ভাঙতে হয়।
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
আপনারা অনেকেই ইফতারের দোয়া বাংলা উচ্চারণ লিখে গুগলে সার্চ করেন আপনাদের সুবিধার্থে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ নিচে দেওয়া হল :-
বাংলা:- আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
ইফতারের দোয়া বাংলা অর্থসহ
আপনারা অনেকেই ইফতারের দোয়া বাংলা অর্থ সম্পর্কে অবহিত নন আপনারা অনেকেই ইফতারের দোয়ার বাংলা অর্থ সম্পর্কে জানতে চান আপনাদের সুবিধার্থে ইফতারের দোয়ার বাংলা অর্থ নিচে দেওয়া হল।
বাংলা অর্থ:- হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।
ইফতারের আগে দোয়া
ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়তে হয়। ইফতারের পূর্বে ইফতার সামনে নিয়ে তাসবিহ-তাহলিল ও তাওবা-ইসতেগফার আল্লাহ অনেক পছন্দ করেন। ইফতারের সময় আল্লাহ বান্দার সকল দোআ কবুল করেন। বান্ডা পেটে প্রচন্ড ক্ষুদা নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে যা আল্লাহর কাছে অনেক ভালো লাগে।
ইফতারির পূর্বে নিম্নে দোয়া গুলো পড়তে হয়
দোয়া আরবি:- اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم
বাংলা:- আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
দোয়া আরবি:- اَلْحَمْدُ للهِ اَللّهُمَّ إنِّيْ أسْئَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْئٍ أنْ تَغْفِرَلِيْ.
বাংলা:- ‘আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি।’
বাংলা অর্থ : ‘সব প্রশংসা আল্লাহর জন্য; হে আল্লাহ! আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।’
ইফতার করার পর দোয়া
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-
দোয়া আরবি:- ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
বাংলা:- ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’
বাংলা অর্থ : (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াব ও স্থির হলো ‘
ইফতারের আগে দোয়া কবুল হাদিস
হাদিসে আছে ইফতারের আগে রোজাদারদের দুর্বল অবস্থার কারণে ইফতারের আগে দোয়া কবুল হয়। তাই রোজাদারদের রোজা রেখে সারাদিন নামাজ পড়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। বিশেষ করে ইফতারের আগে বেশি বেশি দোয়া পড়া খুবই গুরুত্বপূর্ণ। এ সময় রোজারদের সকল দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি।
দোয়া আরবি:- اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم
বাংলা:- আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
দোয়া আরবি:- اَلْحَمْدُ للهِ اَللّهُمَّ إنِّيْ أسْئَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْئٍ أنْ تَغْفِرَلِيْ.
বাংলা:- ‘আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি।’
বাংলা অর্থ : ‘সব প্রশংসা আল্লাহর জন্য; হে আল্লাহ! আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।’
ইফতারের দোয়া ছবি
ইফতারের নিয়ত
ইফতারের পূর্বে নিয়ত করা খুবই গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতারের এই অনেক দুআ করতেন।
দোয়া আরবি:- اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن
বাংলা:- আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
বাংলা অর্থ:- হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।