বিপিএলখেলাধুলা

কেমন দল গড়লো চিত্রনায়ক সাকিবের ঢাকা ক্যাপিটালস

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আসন্ন বিপিএল এর একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেওয়ার কাজ সম্পন্ন করেছে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে মধ্য মনি ছিলেন তিনি। ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে ঢাকা ক্যাপিটালস ১৮ সদস্যের দল গড়েছে। বিপিএলে শাকিবের দলে লিটন, সাব্বির, মুস্তাফিজ, তানজিদ তামিমের সাথে খেলবেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবরা।

নতুন দল হিসেবে ঢাকা ক্যাপিটালস বিপিএলের স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। এই দলে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটার লিটন দাস ও সাব্বির রহমান। দলটির পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়াও ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ সেন্সেশন তানজিদ হাসান তামিম। এছাড়াও বিপিএল দিয়ে কামব্যাক করতে যাচ্ছেন সাব্বির রহমান। ফরচুন বরিশাল ২০২৪ প্লেয়ার লিস্ট

ঢাকা ক্যাপিটালসের মালিক চিত্রনায়ক শাকিব খান বেশ গণমাধ্যমকে বলেন, ‘ এবার খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে আশাকরি ।

‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম । আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে এবং রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি এবং আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের। মাস্টার্স পরীক্ষার রুটিন ২০২৪

ঢাকা ক্যাপিটালস ২০২৪ প্লেয়ার লিস্ট

  1. মুস্তাফিজুর রহমান,
  2. তানজিদ হাসান তামিম,
  3. লিটন দাস,
  4. হাবিবুর রহমান সোহান,
  5. মুকিদুল ইসলাম মুগ্ধ,
  6. আবু জায়েদ রাহি,
  7. মুশফিক হাসান,
  8. সাব্বির রহমান,
  9. মুনিম শাহরিয়ার,
  10. আসিফ হাসান মিতুল,
  11. শাহাদাত হোসেন দিপু,
  12. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ),
  13. স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড),
  14. শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান),
  15. থিসারা পেরেরা (শ্রীলঙ্কা),
  16. আমির হামজা হোতাক (আফগানিস্তান),
  17. সাইম আইয়ুব (পাকিস্তান),
  18. মির হামজা (আফগানিস্তান)। 

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *