বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনআজকের খবররাজনীতিশিক্ষা

সাদিক কায়েম কে এবং তার পরিচয়

সাদিক কায়েম কে? এই প্রশ্নটি সকলের মনে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মেধাবী সাদেক কায়েমকে নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করেছেন। অনেকেই তার সম্পর্কে জানতে চান তাই আপনাদের সুবিধার জন্য সাদেক কায়েমের পরিচয় নিচে আলোচনা করা হলো। মাস্টার্স পরীক্ষার রুটিন ২০২৪

সাদিক কায়েম কে ?

সাদিক কায়েম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামের ছাত্র শিবিরের সভাপতি। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসের ছাত্র আন্দোলনে সামনে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম নেতৃত্ব দিয়েছেন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন ইস্যু নিয়ে দশটি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ উদ্দিন খান।

সেখানেই সাদিক কায়েম নিজেকে ছাত্র ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় দেন।এরই মাধ্যমে এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতির জানান দেওয়া হয়। এছাড়াও শনিবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাদেক কায়েম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি হিসেবে ঘোষণা দেন।

সাদিক কায়েমের শিক্ষাজীবন

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। তিনি নিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলের তৃতীয় হয়েছিলেন।

স্নাতকে তার সিজিপিএ ছিল ৩.৭৮ তবে স্নাতকোত্তর এর সিজিপিএ জানা যায়নি। ছোটবেলায় সাদিক খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুশ শরীফ থেকে আলিম পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

সাদিক কায়েমের গ্রামের বাড়ি

সাদিকের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। এছাড়াও তার বাবা শহরের একজন কাপড় ব্যবসায়ী এবং তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মেধাবী সাদেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ,হিল সোসাইটি,সেভ ইউথ স্টুডেন্ট ভায়োলেন্স ও সূর্যসেন হল এসোসিয়েশন অফ পলিটিক্স ইত্যাদি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

One thought on “সাদিক কায়েম কে এবং তার পরিচয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *