বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ নোটিশ বোর্ড
( বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ নোটিশ বোর্ড ) আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ?,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড,বিএ বিএসএস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নোটিশ,ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোবাইল নাম্বার,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট 2024,বিএ বিএসএস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ও,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন ২০২৪,উন্মুক্ত ডিগ্রি কত বছরের কোর্স?, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তি ফি কত?,এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় আছে? ইত্যাদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমাদের এই আলোচনা চলুন আর দেরি না করে আমরা আমাদের আমরা মূল আলোচনায় চলে যায়।
দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ ডাউনলোড
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বিএড) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হতে ইচ্ছুক, ইতিমধ্যেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট এ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত করেছেন। যারা (বিএড) প্রোগ্রামের ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক, (বিএড)প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ও প্রকাশ করেছে। এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছেন যে, অনলাইনে আবেদনের শেষ দিন ২৮ ডিসেম্বর ২০২৪ এবং আবেদনের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ওয়েবসাইট হলো osapsnew.bou.ac.bd.
(বিএড) প্রোগ্রামে আবেদনের যোগ্যতা 2025
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: | তারিখ: ০৬-০১-২০২৫ |
অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: | ০৮-/১-২/২৫ থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত |
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: | ১৮-/১-২০২৫, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত |
ভর্তির পরীক্ষার স্থান: | বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ |
ভর্তি পরীক্ষা নম্বর: | ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন |
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি তথ্য ২০২৪-২৫
ইতিপূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বি এ ও বিএসএস ডিগ্রি প্রোগ্রামে ভর্তি নিয়ে থাকে এবং ২০২৪ সালের ডিগ্রী বিজ্ঞপ্তি ইতিপূর্বে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনলাইন ভিত্তিক আবেদন করতে হবে এবং ভর্তির জন্য আবেদনের সময় নির্ধারিত করেছেন, ১৫ ই ২০২৪ নভেম্বর থেকে 15 জানুয়ারি ২০২৫ পর্যন্ত। তাই যে সকল শিক্ষার্থীবৃন্দ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক তারা যথাসময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, নতুবা আবেদন করার সময় চলে গেলে তারা আবেদন করতে পারবেন না।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি আবেদনের যোগ্যতা ২০২৪-২৫
তথ্য | বিবরণ |
---|---|
1.ভর্তির সময়সীমা | ১৫ নভেম্বর ২০২৪ – ১৫ জানুয়ারি ২০২৪ |
2.আবেদনের পদ্ধতি | অনলাইন |
3.ফি পরিশোধ পদ্ধতি | বিকাশ / শিওরক্যাশ / ডিবিবিএল মোবাইল ব্যাংকিং |
4.ভর্তি ফি | ৩৮৯০ টাকা |
5..আবেদন ফরম পূরণের নির্দেশনা | নিজস্ব মোবাইল ও ই-মেইল ব্যবহার এবং SMS সংরক্ষণ |
6. পেমেন্ট তথ্য সংরক্ষণ | ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ |
– | – |
– | – |
উন্মুক্ত ডিগ্রি কত বছরের কোর্স ?
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে সারাদেশের কলেজগুলোতে তিন বছর মেয়াদী ডিগ্রী কোর্স হয়ে থাকে। এছাড়াও রয়েছে চার বছর মেয়াদী অনার্স সমতুল্য বিবিএ কোর্স রয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় আছে?
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস বিষয় সমূহের নিচে তুলে ধরা হলো:
বিভাগ | বিষয় |
---|---|
মানবিক | ইতিহাস দর্শন ও ইসলামিক স্টাডিজ |
সমাজবিজ্ঞান | রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজতত্ত্ব এবং ভূগোল ও পরিবেশ |
বাংলা এবং ইংরেজি ও সিভিক এডুকেশন | এক এবং দুই সেমিস্টার আছে |
এছাড়াও বছরে দুটি | সেমিস্টার আছে |
– | – |
– | – |
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি লাগে?
যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক কিছু ভর্তি হতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হয় সেগুলো হল:
যেমন:
- জাতীয় পরিচয় পত্র
- অনলাইন জন্ম সনদ
- সকল সার্টিফিকেট এবং মার্কশিট এর মূল কপি
- ও সাপ্তাহিক ফটোকপি
- পাসপোর্ট সাইজ ছবি
- মুলকপি গুলো সংশ্লিষ্ট অফিস কর্তৃক যাচাই-পূর্বক সাথে সাথে ফেরত দেওয়া হয় এবং সত্যায়িত ফটোকপি গুলো জমা দিতে হবে
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি পয়েন্ট সমূহ নিচে তুলে ধরা হলো:
বাংলা (Bangla), | GPA: এসএসসি (GPA-5 স্কেলে)২.৫০এইচএসসি এবং জিপিএ (GPA-4 স্কেলে)২.০০ থাকতে হবে। |
দর্শন (Philosophy) | এসএসসি (GPA-5 স্কেলে)২.৫০ এইচএসসি এবং জিপিএ (GPA-4 স্কেলে)২.০০ থাকতে হবে। |
ইতিহাস (History) | এসএসসি (GPA-5 স্কেলে)২.৫০ এইচএসসি এবং জিপিএ (GPA-4 স্কেলে)২.০০ থাকতে হবে। |
এবং ইসলামিক স্টাডিজ(Islamic Studies) | এসএসসি(GPA-5 স্কেলে)২.৫০ এইচএসসি এবং জিপিএ (GPA-4 স্কেলে)২.০০ থাকতে হবে। |
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোবাইল নাম্বার
OSAPS Help Line (Admission):
Available Time: | 8.0 am to 4.00 pm |
Day: | Sunday to Friday |
Cell No: | 01618977237, 01907451612 |
Email: | help.osaps@bou.ac.bd |
– | – |
বিএ বিএসএস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নোটিশ 2024 নোটিশ বোর্ডের লিংক এ ক্লিক করুন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর চূড়ান্ত ভর্তির ফ্রি সমূহ নিচে তুলে ধরা হলো
আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি হবেন তাদের ফি সমূহ হলো যেমন:
১০০০ টাকা সহ প্রতি করছে ভর্তি ২১০০ টাকা এবং ছয়টি করছে টোটাল টাকা হচ্ছে ১২৬০০ টাকা ও এছাড়াও আবেদনের সময় ভর্তি ফরম সংক্রান্ত ৫০০ টাকা সর্বমোট ভর্তি / 16360 টাকা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য ২০২৪-২০25
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এসএসসি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছেন। এবং যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের আওতায় মানবিক, ব্যবসায়ী শিক্ষা,বিজ্ঞান শাখায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এবং আপনাদেরকে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রাম দুই বছর মেয়াদী হয়ে থাকে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি ২০২৪-২৫ বিজ্ঞপ্তি তথ্য সংক্রান্ত পিডিএফ ও লিংকে ওয়েবসাইটে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য দেখতে ওয়েবসাইটে ক্লিক করুন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা এস এস সি পরীক্ষার ফলাফল বা যে কোন পরীক্ষার ফলাফল দেখতে চান বা জানতে চান তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা এই লিংকেhttps://shorturl.at/V4iIJ ক্লিক করলে আপনারা সরাসরি আপনাদের ফলাফল দেখতে পারবেন।
![tanvir mahtab](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/10/tanvir-mahtab.jpg)
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।