বিশ্ব ইজতেমার বর্তমান অবস্থা ২০২৪-২৫
ইতিমধ্যেই আপনারা হয়তো জানতে পেরেছেন যে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এতে আহত হয়েছেন 40 থেকে 50 জন .বিশ্ব ইজতেমা শুরু কবে হবে 2025 ১ম পর্ব ও ২য় পর্ব
![](https://bangla-newspaper.net/wp-content/uploads/2024/12/image-13.png)
ইতিমধ্যে আরও জানা গিয়েছে যে মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল গত ২৯শে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা পালন করেন কয়েক হাজার মুসলমান। এরপর দ্বিতীয় ধাপে আগামী বিষয় ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরে অনুমতি চান তবে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুসারে অনুমতি সাধারণত দেওয়া হয়নি।
আহতদের লিস্ট নিচে তুলে ধরা হলো:
1.ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ ৫৫ বয়স
ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮),
গাজীপুরের আব্দুল হান্নান (৬০),
টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮),
প্রান্ত (৫৫),
গোপালগঞ্জের আরিফ (৩৪),
সাভারের ফয়সাল (২৮),
আরিফুল ইসলাম (৫০),
আনোয়ার (২৬),
নরসিংদীর তরিকুল (৪২),
উকিল মিয়া (৫৮),
চট্টগ্রামের সাহেদ (৪৪),
কেরানীগঞ্জের খোরশেদ আলম (৫০),
বেলাল (৩৪),
নারায়ণগঞ্জের আনোয়ার (৫০),
আবু বক্কর (৫৯),
নোয়াখালী সদরের আনোয়ার (৭৬),
সাতক্ষীরার ফোরকান আহমেদ (৩৫)
বাকিদের নাম জানা যায়নি তারা শহীদ আহসানাউল্লাহ জেনারেল হসপিটালে এবং ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের লিস্ট
1.কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 হিন্দু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু বয়স ৭০
2.রাজধানীর দক্ষিণখান এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন বয়স ৬০
সাদপন্থীরা ভোর চারটার দিকে জোবায়ের পন্থীদের ওপরে হামলা চালায় দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে তারা জোবায়ের পন্থীদের উপরে হামলা চালায় এবং ইতিমধ্যে তারা জোবায়ের পন্থীদের তিনজনকে নিহত করেছে এবং ৬০০ উপরে তারা আহত করেছে আহতদের অবস্থা অনেক করুন তারা বিভিন্ন বেসরকারি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
এবং টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল থেকে রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী জানা যায় যে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত 39 জন ব্যক্তির চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে 11 জনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে দায়িত্বে থাকা সেবিকা হাফিজুর রহমান বলেন ভোর সাড়ে চারটা থেকে চিকিৎসা নিতে হাসপাতালে একের পর এক আসতে থাকেন এবং একজনের হাসপাতালে লাস এখনো উপস্থিত রয়েছে তবে তিনি তার সম্পর্কে কোন পরিচয় জানাতে পারেনি, তবে হাসপাতালে দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে তিনজন নিহতের তথ্য আমাদের সকলের সামনে উপস্থাপন হয়েছে।
![](https://bangla-newspaper.net/wp-content/uploads/2024/12/image-14.png)
আজ বুধবার ভোরের সংঘর্ষ হতাহতের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাত পন্থীদের কে নিয়ে আলোচনা বসেন সরকারের পাঁচজন উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুসারী মাওলানা রেজা আরিফ তিনি আরো বলেন যে কেউ কারো সঙ্গে উঁচু করে কথা বলবেন না কোনরকম যেন মারামারি কাটাকাটি না হয় কোন রকম যেন হিংসা বিবাদ সৃষ্টি না হয় এবং আরো বলেন তার সাথে এখনো যেন মাছ ছেড়ে দেয় এবং জুবায়ের অনুসারী প্রতি তারা উদার আহ্বান জানাচ্ছে সরকারের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে এবং তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাছ ছেড়ে দিচ্ছে উনারা যেন ইসলামের স্বার্থে এবং দেশের স্বার্থে কোন রকম সমস্যা সৃষ্টি না করে ।
![tanvir mahtab](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/10/tanvir-mahtab.jpg)
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।