সরকারি ও বেসরকারি মাদ্রাসা ২০২৫ সালে ছুটির তালিকা ইতিমধ্যেই মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছেন। যেখানে তাদের প্রকাশকৃত নোটিশে দেখা যাচ্ছে , সরকারি ও বেসরকারি মাদ্রাসা কতদিন বন্ধ থাকবে এবং কতদিন খোলা থাকবে ইত্যাদি বিষয় উল্লেখ রয়েছে। এবং সেখানে আরো দেখা যাচ্ছে যে, শনিবার ও শুক্রবার ব্যতীত মোট বছরে তারা ছুটি পাচ্ছে ৭৫ দিন । শুক্রবার এবং শনিবার মিলে বছরে সর্বমোট 180 দিন মাদ্রাসা বন্ধ থাকবে।
শুধু তাই নয় আরো দেখা যাচ্ছে যে, শুক্রবার এবং শনিবার বন্ধ থাকছে,এবং একটি বছরে ৫২ সপ্তাহের মধ্যে সর্বমোট ১০৪ দিন বন্ধ পাচ্ছে, শুধুমাত্র শুক্রবার এবং শনিবারের জন্য। এবং এছাড়াও দেখা যাচ্ছে যে, শুধুমাত্র ৭৬ দিন বন্ধ দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের উৎসব এবং অনুষ্ঠানের কারণে যেখানে যোগফল হিসাব করলে দেখা যাচ্ছে, 180 দিন মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
কবে কোন দিন বন্ধ এবং বন্ধ শেষ হবে কবে, কি কারনে বন্ধ থাকবে ইত্যাদি বন্ধের তথ্য সম্পর্কে নীচে যাবতীয় বিষয়গুলো তুলে ধরা হলো:
| বন্ধের দিন | তারিখ |
|---|---|
| *শব-ই-মিরাজ | ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার |
| *শব-ই-বরাত | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. শনিবার |
| শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. শুক্রবার |
| পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), জুমআতুল-বিদা (২৮ মার্চ), লাইলাতুল-ক্বদর (২৮ মার্চ) ঈদ- উল-ফিতর (৩১ মার্চ) | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার থেকে ০৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার |
| নববর্ষ (১৪ এপ্রিল) | ১৪ এপ্রিল ২০২৫ সোমবার |
| মে দিবস | ০১ মে ২০২৫ বৃহস্পতিবার |
| বুদ্ধ পূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা) | ১১ মে ২০২৫ রবিবার |
| *পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ | ০৩ জুন ২০২৫ মঙ্গলবার থেকে ১৬ জুন ২০২৫ সোমবার |
| হিজরী নববর্ষ | ২৭ জুন ২০২৫ শুক্রবার |
| পবিত্র আশুরা | ০৬ জুলাই ২০২৫ রবিবার |
| শুভ জন্মাষ্টমী | ১৬ আগষ্ট ২০২৫ শনিবার |
| আখেরি চাহার সোম্বা | ২০ আগষ্ট ২০২৫ বুধবার |
| পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) | ০৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার |
| দুর্গাপূজা (দশমী) | ০১ অক্টোবর ২০২৫ বুধবার থেকে ০২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার |
| ফাতেহা-ই-ইয়াজদাহম | ০৪ অক্টোবর ২০২৫ শনিবার |
| মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন (২৫ ডিসেম্বর) | ১৪ই ডিসেম্বর ২০২৫ রবিবার থেকে পচিশে ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত |
| প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি | তিনদিন |
| সর্বমোট | ৭৫ দিন |
আরো পড়ুন: ২০২৫ সালের স্কুল কলেজের ছুটির তালিকা ২০২৫ pdf ডাউনলোড
*চিহ্নিত ছুটির তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল।
➡ হাওড় অঞ্চলে বোরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের ১ম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই হাওড় অঞ্চলের মাদ্রাসাসমূহের প্রধানগণ মোট ছুটি ঠিক রেখে পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লিখিত সময়ে ১০ (দশ) দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।
| এবতেদায়ী ও দাখিল স্তরে পরীক্ষা গ্রহণের সময়সূচি | ||
| পরীক্ষার নাম | পরীক্ষা গ্রহণের তারিখ | ফলাফল প্রকাশ |
| অর্ধ বার্ষিক পরীক্ষা | ১২ মে ২০২৫ হতে ০২ জুন ২০২৫ | ২৫ জুন |
| বার্ষিক পরীক্ষা | ২০ নভেম্বর ২০২৫ হতে ১১ ডিসেম্বর ২০২৫ | ৩০ ডিসেম্বর |
২০২৫ সালের সরকারি ও বেসরকারি মাদ্রাসার ছুটির তালিকা pdf ডাউনলোড করতে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন:
অনুসরণীয় নির্দেশনা:
১। শিক্ষাবর্ষ হবে ০১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।
২।প্রত্যেক মাদ্রাসার শিক্ষার গুণগতমান বৃদ্ধি সহকারে উল্লেখিত সময়সূচী মোতাবেক অর্ধ বার্ষিক পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা নিশ্চিত করার জন্য বার্ষিক পরীক্ষার উত্তর পড়তে অন্তত এক বছর সংরক্ষণ করা হবে।
৩। মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ স্ব-স্ব মাদ্রাসার পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ব্যতীত) নিজেরাই প্রণয়ন করবে। কোন অবস্থাতেই প্রশ্নপত্র ক্রয় অথবা অন্য কোন উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না।
8 । পরীক্ষার তারিখ নির্ধারিত হয়ে গেলে তারপর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং তবে যদি কোন বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
৫। ২০২৫ সালের সাপ্তাহিক ছুটি ছাড়া বছরে মোট মাদ্রাসা শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে ৭৫ দিন।
৬। কোন সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদ্রাসা ছুটি দেয়া যাবেনা এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
7। ছুটিকালীন সময়ে অনুষ্ঠেয় ভর্তি/অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে মাদ্রাসা খোলা রাখতে হবে।
৮। যদি পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকে তাহলে উক্ত মাদ্রাসা পরীক্ষার সময় বিকল্প ব্যবস্থা রয়েছে এবং কেন্দ্র ব্যতীত কোনভাবেই মাদ্রাসা যথারীতি ভাবে শ্রেণী কার্যক্রম চালু থাকবে কোনভাবেই পাঠদান বা শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা যাবে না।
৯। প্রত্যেক মাদ্রাসায় দৈনিক পাঠের ডায়েরী ছাপাতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করতে হবে। এ ডায়রীতে ছাত্র-ছাত্রী পরিচিতি, আচরণ বিধি, অভিভাবকদের প্রতি পরামর্শ, শিক্ষকগণের নাম, ধর্মীয় ও নৈতিক শিক্ষার জরুরী নির্দেশাবলী, ছুটির তালিকা এবং ক্লাস রুটিন অন্তর্ভুক্ত থাকবে। ডায়েরীতে প্রতিদিন অভিভাবকের স্বাক্ষর নিতে হবে।
১০। পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সা:), ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), ২৬ মার্চ (মহান স্বাধীনতা ও জাতীয় দিবস) বাংলা নববর্ষ, ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) ও অন্যান্য জাতীয় দিবসে প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
১১। সংরক্ষিত ছুটি ভোগ করলে সংশ্লিষ্ট মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবরে অবহিত করতে হবে।
১২। সাপ্তাহিক ছুটি ০২ দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসা যথাযথ পাঠপরিকল্পনা প্রণয়নপূর্বক সিলেবাস সমাপ্ত করবেন।
শেষ কথা
২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা এর কতদিন বন্ধ থাকবে এবং কিসের জন্য বন্ধ, ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন । যদি আমাদের পোস্ট থেকে কোন উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা নিউজ পেপারের পাশে থাকবেন।

আমি, মোঃ মিজানুর রহমান খান, শব্দের ভেতর লুকিয়ে থাকা আলো ও অন্ধকারকে নিঃস্বার্থে খুঁজে ফিরি। একজন আধুনিক বাংলা কবি ও প্রবন্ধ লেখক হিসেবে মানবিক অনুভূতির নিঃশব্দ নড়াচড়া, ন্যায়–অন্যায়ের গভীর মনস্তত্ত্ব, আত্মশুদ্ধির নীরব পথচলা—এসবই আমার কবিতা ও সাহিত্য বিশ্লেষণের মূল সুর। বাস্তবতা ও কল্পনার মাঝখানে যে অদৃশ্য সেতু তৈরি হয়, আমি তারই পথিক। শব্দের প্রতিটি বাঁকে নতুন ভাবনার আলো জ্বালিয়ে পাঠকের মনে চিন্তার দরজা খুলে দেওয়াই আমার লেখার সাধনা। আমি নিয়মিত বাংলা কবিতা, প্রবন্ধ ও ব্যাখ্যামূলক সাহিত্য প্রকাশ করি, যার মাধ্যমে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ ও উজ্জ্বল করার চেষ্টা করি।
