ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ ও টিউশন ফি ২০২৫
(ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ ও টিউশন ফি ২০২৫) বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এটি ১৯৯৬ সালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এটি ঢাকার মহাখালীতে আধুনিক ছয়টি ও শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল ভ্রমণের সমন্বয়ে গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস । বর্তমানে রামপুরার আফতাবনগরে তাদের নির্দিষ্ট ক্যাম্পাস রয়েছে, ইতিমধ্যে সেখানেও তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রথম উপাচার্য হলেন ড. মো ফরাস উদ্দিন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তৃতীয় স্থানে রয়েছে এবং এটি ভারতীয় উপমহাদেশে ৬৪তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত রয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে তার পূর্বের ক্যাম্পাস ছিল- ৪৫ মহাখালী বাণিজ্যিক এলাকায় সেখানে ঢাকায় ৬ জন ফ্যাকাল্টি সদস্য ও ২০ জন শিক্ষার্থী নিয়ে তারা ক্লাস শুরু করে এবং বর্তমানে আফতাবনগরে তাদের নির্দিষ্ট ক্যাম্পাস রয়েছে, সেখানে ১৮৭ জনের অধিক সদস্য সহ প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ 2025
যে সকল শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে পড়তে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পড়ার খরচ সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক কেননা শুধু ভালো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই শুধু হবে না তার সাথে ভর্তি হওয়ার পর প্রত্যেক সেমিস্টারের খরচ জোগাতে পারবেন কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পড়ার খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই:
- ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক অফিস থেকে ৬০০ টাকা বাবদ জমা দিয়ে সংগ্রহ করতে হবে।
- এবং ভর্তি ফি ১১০০০ হাজার টাকা।
সাবজেক্ট | ক্রেডিট | সর্বমোট |
---|---|---|
BBA | ১২৩ | ৬৯৬,১২০/= |
BSS in Economics | ১২৩ | ৫৭০,১২০/= |
BA in English | ১২৩ | ৫৬১,১২০/= |
LL.B (Hon’s) | ১৩৫ | ৬৪৮,১২০/= |
BSS in Sociology | ১২৩ | ৫৫২,১২০/= |
BSS in Information Studies and Library Management | ১২৩ | ৫৪৭,৬২০/= |
B. Sc. in ETE | ১৪০ | ৮১২,১২০/= |
B. Sc. in ICE | ১৪০ | ৮১২,১২০/= |
B. Sc. in CSE | ১৪০ | ৮১২,১২০ /= |
B. Sc. in EEE | ১৪০ | ৮১২,১২০ /= |
B. Pharm. | ১৫৮ | ৯৮১,১২০/= |
B. Sc. in GEB | ১৩৩ | ৭৭৩,৬২০/= |
B.Sc. in Civil Engineering | ১৫৬.৫ | ৯০৪,৬৭০/= |
BSS in PPHS | ১২৩ | ৪৩০,৬২০/= |
B.Sc. (Hons.) in Mathematics | ১২৮ | ৪৭৮,৬২০/= |
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ল্যাব ফি সমূহ
বিষয় | ল্যাব ফি |
CSE, GEB, ICE, ETE এবং EEE | প্রতি সেমিস্টারে ২৫০০/-, |
PPHS-এর জন্য | ১৫০০/- প্রতি সেমিস্টার অন্যান্য সমস্ত প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে ১০০০/-। |
B.Sc এর জন্য | ২৬৫০/- প্রতি সেমিস্টার |
ফার্মাসি এবং গণিত ব্যাচেলর জন্য | ৩৭৫০/- প্রতি সেমিস্টার |
ছাত্র কার্যকলাপ ফি | B.Pharm, PPHS এবং গণিত এবং অন্যান্য সকল বিভাগের জন্য প্রতি সেমিস্টারে ৭৬৫/- টাকা। ৫১০/- প্রতি সেমিস্টার। |
আরো পড়ুন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরানো গ্রেডিং সিস্টেম
পুরনো গ্রেডিং সিস্টেম:
ক্লাসের ব্যবধান | লেটার গ্রেড | গ্রেড পয়েন্ট |
---|---|---|
৯৭-১০০ | A+ | ৪.০০ |
৯০-১০০ এর নিচে | A | ৪.০০ |
৮৭-৯০ এর নিচে | A- | ৩.৭০ |
৮৩-৮৭ এর নিচে | B+ | ৩.৩০ |
৮০-৮৩ এর নিচে | B | ৩.০০ |
৭৭-৮০ এর নিচে | B- | ২.৭০ |
৭৩-৭৭ এর নিচে | C+ | ২.৩০ |
৭০-৭৭ এর নিচে | C | ২.০০ |
৬৭-৭০ এর নিচে | C− | ১.৭০ |
৬৩-৬৭ এর নিচে | D+ | ১.৩০ |
৬০ এর নিচে | F | ০.০০ |
নতুন গ্রেডিং সিস্টেম:
স্কোরের ক্লাসের ব্যবধান | লেটার গ্রেড | গ্রেড পয়েন্ট |
---|---|---|
৮০ – ১০০ | A+ | ৪.০০ |
৭৫ – ৭৯ | A | ৩.৭৫ |
৭০ – ৭৪ | A- | ৩.৫০ |
৬০ – ৬৪ | B | ৩.০০ |
৫৫ – ৫৯ | B- | |
৫০ – ৫৪ | C+ | ২.৫০ |
৪৫ – ৪৯ | C | ২.২৫ |
৪০ – ৪৪ | D | ২.০০ |
৪০ এর কম | F | ০.০০ |
ইস্ট ওয়েস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সমূহ
নীতিবাক্য | শিক্ষায় শ্রেষ্ঠত্ব |
---|---|
উপাচার্য | ড. মোঃ শামস্-উর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৮৯ |
শিক্ষার্থী | ৮১৬২ |
অবস্থান | ঢাকা , বাংলাদেশ২৩.৭৬৮৬৬০° উত্তর ৯০.৪২৫২৯০° পূর্ব |
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সেমিস্টারের সংখ্যা
ব্যাচেলার ক্ষেত্রে | বছরে ৩টা করে সেমিস্টার |
৪বছরে মোট | ১২টা সেমিস্টার |
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নূন্যতম জিপিএ কত হতে হবে?
স্নাতক প্রোগ্রামের জন্য ভর্তির যোগ্যতা (B.Pharm ছাড়া): | SSC এবং HSC উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 |
(বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে | ন্যূনতম GPA 2.40)। |
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কি কঠিন?
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে | গ্রহণযোগ্যতার হার 88.9%। |
প্রতি 100 জন আবেদনকারীর জন্য | 89 জন ভর্তি করা হয়। |
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কি সিএসই ভালো?
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি – | ঢাকা বাংলাদেশে কম্পিউটার বিজ্ঞানের জন্য 19তম |
বিশ্বে স্থানে রয়েছে | 3249তম |
প্রকাশনা | 1,011টি |
উদ্ধৃতি পেয়েছে | 7,279টি |
প্রধান গবেষণার বিষয়: | কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, টেলিকমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা। |
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কি ওপেন ক্রেডিট?
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় নর্থ আমেরিকান ওপেন ক্রেডিট সিস্টেমের ধারা তৈরি ইস্ট ওয়েস্ট বিদ্যালয়ের ফার্মেসী বিভাগ বাদ দিয়ে ত্রি-সেমিস্টার (তিন সেমিস্টার) বছর বজায় রাখে যায় একটি দ্বি-সেমিস্টার (দুই সেমিস্টার) বছরে বজায় রাখে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ তথ্য সমূহ তুলে ধরা হলো
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কতজন শিক্ষার্থী আছে?
মোট শিক্ষার্থী রয়েছে ৮১৬২ জন
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কি ছাত্রাবাস আছে?
হ্যাঁ । বর্তমানে ক্যাম্পাসের বসবাসের ১০ তালায় রয়েছে
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কি স্বীকৃত?
1983 সাল থেকে নর্থ সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অফ কলেজ ও স্কুলের উচ্চতর শিক্ষা কমিশন (HLC) দ্বারা স্বীকৃত ।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রেংকিংয়ে কততম?
#1401+ স্থান পেয়েছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে?
আশেকুর রহমান ও মিসেস রাজিয়া সামাদ ।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বছরে কয়টি সেমিস্টার থাকে?
৪বছরে মোট ১২টা সেমিস্টার ।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি ফরম খরচ কত?
আবেদন ফি টাকা-1,500/- (অফেরতযোগ্য)।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ কিভাবে বের করব?
একটি সেমিস্টারে অর্জিত মোট গ্রেড পয়েন্টকে সেমিস্টারের জন্য চেষ্টা করা ক্রেডিট দ্বারা ভাগ করে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কি ভর্তি পরীক্ষা নেয়?
একটি প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি হতে হবে ।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিসের জন্য বিখ্যাত?
শিকাগো এলাকার প্রাইভেট স্কুলগুলির মধ্যে সর্বনিম্ন শিক্ষাদানকারী
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাস্কেটবল কোন বিভাগে?
USCAA-এর নতুন বিভাগ I
![tanvir mahtab](http://bangla-newspaper.net/wp-content/uploads/2024/10/tanvir-mahtab.jpg)
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।