শবে মেরাজ নামাজের নিয়ত বাংলা, কত রাকাত ও দোয়া

শবে মেরাজ নামাজের নিয়ত বাংলা, কত রাকাত ও দোয়া

(শবে মেরাজ নামাজের নিয়ত বাংলা, কত রাকাত ও দোয়া) আজকে আমরা আলোচনা করব শবে মেরাজ নামাজের নিয়ত বাংলা ও কত রাকাত এবং শবে মেরাজে কি কি করতে হয়, শবে মেরাজের রোজা রাখা যাবে কিনা, ২০২৫ সালে শবে মেরাজ কবে, নফল নামাজ কিভাবে পড়তে হয় ও শবে মেরাজ কত দিনে রোজা রাখতে হয়, কুরআনে কি শবে মেরাজের কথা বলা হয়েছে কিনা এবং নবীজি সবে মেরাজের রোজা রাখতেন কিনা ইত্যাদি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব চলুন আর দেরি না করে আমরা সবাই মেরাজ শবে মেরাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।

শবে মেরাজ

ইসলামের শবে মেরাজের রাত বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হয় কেননা এই রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও মাগফিরাত কামনায় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ও নিজগৃহে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, জিকির-আজকার এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে শবে মেরাজ উদযাপন করে থাকেন ।শাবান মাসের ২৬ তারিখ দিবাগত রাতকে শবে মেরাজ হিসেবে ধরা হয়।

বিশ্ব ইজতেমা শুরু কবে হবে 2025 ১ম পর্ব ও ২য় পর্ব শুরুর তারিখ

শবে মেরাজ শব্দটি আরবী থেকে এসেছে যার মানে, শব মানে রাত এবং মেরাজ মানে উর্ধ্ব গমন অর্থাৎ বলা যায় শবে মেরাজ মানে হচ্ছে উর্দু গমনের রাত।

ইসলামে শবে মেরাজের রাতকে বিশেষ গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা সৌভাগ্য অর্জন করেছেন। এবং এই রাতেই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে এবং এই রাতে প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের বিধান এসেছিল।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অন্যতম একটি হাদীসে তিনি বলেন: ”যে রজব হলো আল্লাহর মাস, শাবান হল আমার মাস, রমজান হল আমার উম্মতের মাস। ” (তিরমিজি)

ইসলামের শরীয়তে শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোন আমলের কথা উল্লেখ নেই। তবে এ রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা এবাদত বন্দেগীতে সময় কাটিয়ে থাকে। বিশেষ করে সবাই মেরাজের উপলক্ষে বিভিন্ন মসজিদে ও সামাজিক প্রতিষ্ঠানে ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয় এবং তার পাশাপাশি অনেকেই নফল রোজা পালন করেন এবং তাসবিহ -তাহলিল পাঠ করে থাকে।

রজব মাস ধর্মপ্রাণ মুসলমানের অন্যতম একটি আমলের জন্য গুরুত্বপূর্ণ মাস। মহানবী হযরত মুহাম্মদ সাঃ এই মাস থেকে রমজানে প্রস্তুতি শুরু করতে বলেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তা’আলা আনহা বলেন, নবীজি রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে।

আয়েশা সিদ্দিকা রাঃ বলেন “রজব মাস এলে আমরা নবীজির আমল অধিকারী হতে দেখতাম”।

শবে মেরাজের রাতে যে নফল ইবাদত গুলো রয়েছে তার মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো নামাজ। শবে মেরাজের এবাদতের অংশ হিসেবে নামাজ আপনারা যে যত রাকাত পারেন ১২ রাকাত ১৪ রাকাত আপনাদের স্বার্থ মোতাবেক আপনার নামাজ আদায় করবেন। দ্বিতীয়ত ও তাজবি-তাহলীল আদায় করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন

শবে মেরাজ নামাজের নিয়ত

“নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল মেরাজ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি। আল্লাহু আকবার।”

এই রাতে নফল ইবাদত অধীনে রোজা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ হিসেবে ধরা হয়। এছাড়াও রজব মাসে প্রতি সোমবার, বৃহস্পতিবার, মাসের ১, ১০, ১৩, ১৪, ১৫, ২০, ২৯ ও ৩০ তারিখে নফল রোজা রাখা বিশেষ আমল হিসেবে বিবেচিত রয়েছে তাই মুসলমানদের উচিত এই গুরুত্বপূর্ণ রাতে বেশি বেশি নফল ইবাদত করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমত কামনা করা।

About Md Mezanur Rahman

আমি, মোঃ মিজানুর রহমান খান, শব্দের ভেতর লুকিয়ে থাকা আলো ও অন্ধকারকে নিঃস্বার্থে খুঁজে ফিরি। একজন আধুনিক বাংলা কবি ও প্রবন্ধ লেখক হিসেবে মানবিক অনুভূতির নিঃশব্দ নড়াচড়া, ন্যায়–অন্যায়ের গভীর মনস্তত্ত্ব, আত্মশুদ্ধির নীরব পথচলা—এসবই আমার কবিতা ও সাহিত্য বিশ্লেষণের মূল সুর। বাস্তবতা ও কল্পনার মাঝখানে যে অদৃশ্য সেতু তৈরি হয়, আমি তারই পথিক। শব্দের প্রতিটি বাঁকে নতুন ভাবনার আলো জ্বালিয়ে পাঠকের মনে চিন্তার দরজা খুলে দেওয়াই আমার লেখার সাধনা। আমি নিয়মিত বাংলা কবিতা, প্রবন্ধ ও ব্যাখ্যামূলক সাহিত্য প্রকাশ করি, যার মাধ্যমে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ ও উজ্জ্বল করার চেষ্টা করি।

View all posts by Md Mezanur Rahman →

One Comment on “শবে মেরাজ নামাজের নিয়ত বাংলা, কত রাকাত ও দোয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *