ইসলাম

জানাজার নামাজ পড়ার নিয়ম ও দোয়া-janajar namaz

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব জানাজার নামাজের ফরজ সমূহ কি কি? জানাজার নামাজ পড়ার নিয়ম ও দোয়া কি – এই নামাজের শরীয়ত হুকুম কি? Janajar Namaz কিভাবে পড়তে হয় janajar namazer niom bangla বিস্তারিত। এশার নামাজ কয় রাকাত? এশার চার রাকাত ফরজ নামাজের নিয়ম

জানাজার নামাজ কি-

জানাজার নামাজ এক বিশেষ ধরনের প্রার্থনা মুসলমান ধর্মে সকল নারী-পুরুষ-শিশু সবার জন্য এই নামাজ পড়া হয়ে থাকে

মৃত মুসলমানকে কবর দেওয়ার পূর্বে এই নামাজ পড়া হয়ে থাকে এই নামাজ টির শরীয়ত হুকুম হলো ফরজে কেফায়া অর্থাৎ মৃত ব্যক্তির জন্য সমাজের পক্ষ থেকে এই নামাজ টি আদায় করতে হবে।

যদি সমাজের পক্ষ থেকে এই নামাজ পড়া না হয় তাহলে সমাজের সকলেই গুনাগার হবে যেহেতু এই নামাজ টিচার জাকে পায়া তাই সবারই উপস্থিত থাকতে হবে বিষয়টি এমন নয়।

সমাজের পক্ষ থেকে আদায় করে ফেললেই এ নামাযের হুকুম আদায় হয়ে যাবে কিন্তু janajar namaz পড়ার অনেক ফায়দা রয়েছে অনেক সওয়াব রয়েছে তাই আমরা সবাই জানাজার নামাজ পড়ার জন্য চেষ্টা করব।

জানাজার নামাজ পড়ার নিয়ম

জানাজার নামাজ ওয়াক্ত নামাজের মত নয় ফজর যোহর আসর মাগরিব এশা নামাজ গুলোর মত নয় জানাজার নামাজ টি এসকল নামাজ থেকে অনেকটা ভিন্ন জানাজার নামাজে রুকু সেজদা করতে হয়না।

যেহেতু janajar namaz একটু ভিন্ন ধর্মী একটু ভিন্ন টাইপের তাই আমাদের মনে থাকে না কারণ জানাজার নামাজ গুলি আমরা অনেক দিন পর পর আদায় করে থাকি।

আবার অনেকে তো আমরা janajar namaz কে ঈদের নামাজের সাথে গুলিয়ে ফেলে হাত বাধা ও হাতছাড়া নিয়ে মুশকিলে পড়ে যায় তাই নিচে হানাফী মাজহাব অনুসারে জানাজার নামাজে পড়ার সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করা হলো

গোসলের ফরজ কয়টি তিনটি কি কি,

জানাজার নামাজের কাতার

জানাযার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নাত তবে জানাজার নামাজের কাতার নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়।

কিন্তু জানাজার নামাজের কাতারে নিয়ে ফরয ওয়াজিব কোন হুকুম নেই

তবে অধিকাংশ আলেমের মতে জানাজার নামাজের কাতার বিজোড় সংখ্যা হওয়া উত্তম অর্থাৎ ৩টি কাতার ৫টি কাতার ৭টি কাতার ইত্যাদি।

জানাজার নামাজ পড়ার নিয়ম

তবে জানাজার নামাজের কাতার জোড় সংখ্যক হলে যে জানাজার নামাজ হবে না তা কিন্তু সঠিক নয়। জানাজার নামাজ জোড়সংখ্যক কাতার হলেও নামাজ হয়ে যাবে।

এবং বিজোড় সংখ্যক কাতার হলেও নামাজ পরিপূর্ণ হয়ে যাবে,

তাই জানাজার নামাজে কাতারের সংখ্যা জোড় বেজোড় নিয়ে মাতামাতি না করাই ভালো

নামাজ ভঙ্গের কারণ কয়টি 19 টি ও কি কি

জানাযা নামাজের ফরজ ২টি

  1. চার তাকবীর মুখে উচ্চারণ করা অর্থাৎ আল্লাহু আকবার চার বার মুখে বলা,
  2. জানাযার জন্য দাঁড়ানো অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া

কোন ব্যক্তি যদি জানাজার নামাজে এই ফরজ দুটি বিষয় আমল না করে তাহলে তার নামায হবে না।

জানাজার নামাজের চার তাকবীর উচ্চারণ করা এবং দাড়ির নামাজ পড়া সেটা সকলের জন্য ফরজ ইমাম সাহেব তাকবীর দেওয়ার পরে মুখে মুখে নিজেদেরও তাকবীর গুলো মুখে উচ্চারণ করতে হবে তা ছাড়া নামাজ হবে না।

জানাযার নামাজের সুন্নাত ৪টি

  1. আল্লাহর হামদ ও সানা পড়া;
  2. রাসূল (সা:) উপর দরূদ শরীফ পড়া;
  3. মৃত ব্যক্তির জন্য দোয়া করা।
  4. জানাযার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নাত

জানাজার নামাজের তৃতীয় দোয়া বাংলা অর্থ সহ

প্রাপ্তবয়স্ক বা বালেগ পুরুষ অথবা প্রাপ্তবয়স্ক বা বালেগ মহিলার জন্য জানাজার নামাজে নিম্নের দোয়াটি পাঠ করতে হয়

নিম্নে জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দেওয়া হলো

জানাজার দোয়া আরবি :
اَللّٰهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

বাংলা উচ্চারণ:
“আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।”

বাংলা অর্থ : হে আল্লাহ! আমাদের জীবিত, আমাদের মৃত, আমাদের মধ্যে উপস্থিত ও অনুপস্থিত, আমাদের ছোট ও বড়, আমাদের পুরুষ ও নারী সবার গোনাহ ক্ষমা করে দিন।

তবে নাবালক ছেলে হলে জানাজার দোয়া এটা পড়তে হবে

অপ্রাপ্তবয়স্ক বা নাবালেগ ছেলে সন্তান হলে জানাজার নামাজে নিম্নের দোয়াটি পাঠ করতে হবে করতে হবে

উচ্চারণ:
“আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।”

বাংলা অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

তবে নাবালক মেয়ে হলে জানাজার দোয়া এটা পড়তে হবে

অপ্রাপ্তবয়স্ক বা নাবালেগ মেয়ে সন্তান হলে জানাজার নামাজে নিম্নের দোয়াটি পাঠ করতে হবে করতে হবে

বাংলা উচ্চারণ:
“আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।”

বাংলা অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

জানাযার বড় দোয়া সমূহ জানা না থাকলে এ ছোট্ট দোয়াটি পড়া

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফির লিলমু`মিনিনা ওয়াল মু`মিনাত।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।’

দোয়া পড়া শেষ হলে চতুর্থ তাকবীর দিয়ে একটু সময় নীরব থেকে প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

Janajar Namazer niom Bangla End

আশাকরি জানাজার নামাজ কি,জানাজার নামাজ পড়ার নিয়ম ও দোয়া,জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ,জানাজার নামাজের ফরজ সুন্নাত ,

জানাজার নামাজের তৃতীয় দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি আমাদের পোস্টটি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন

এবং যে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন এবং janajar namaz পড়ার জন্য চেষ্টা করবেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *