আজকের খবর

শিবরাত্রি ২০২৪ সময়সূচি বাংলাদেশ, সামগ্রী, বিধি, মন্ত্র

আপনি কি শিবরাত্রি ২০২৪ সময়সূচি সম্পর্কে জানতে আগ্রহী ? তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন। এছাড়াও আপনারা জানতে পারবেন শিবরাত্রি পূজা বিধি, শিবরাত্রি পূজা মন্ত্র,শিবরাত্রি পূজা পদ্ধতি,শিবরাত্রি পূজা সামগ্রী ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

তাই আপনি যদি শিবরাত্রি সম্পর্কে পূর্ণ ধারণা পেতে চান তাহলে আমাদের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন ২০২৪ pdf ডাউনলোড এবং কেন্দ্র তালিকা

শিবরাত্রি পূজার সময়

২০২৪ সালের ৮ই মার্চ রোজ শুক্রবার মহাশিবরাত্রি পালন করা হবে। বিভিন্ন নিয়মের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। এই দিন সকল হিন্দুগণ শিবের পূজা করে থাকেন।

শিবরাত্রি শুরু৮ মার্চশুক্রবার
চতুর্দশী তিথিশুরু
শেষ
৭ মার্চ
৮ মার্চ
 বিকেল ৫:২৬
বিকেল ৭:০৯
নিশীথ কালশুরু
শেষ
৮ মার্চ
৯ মার্চ
রাত ১২:১০
রাত ১২:৫৯
পারণ সময়শুরু৯ মার্চসকাল ৬:৪৭
শিবরাত্রি পূজার সময়

শিবরাত্রি পূজা সামগ্রী

শিব বক্তদের জন্য শিব রাত্রি অনেক গুরুত্ব পূর্ণ। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবভক্ত গণ উপবাস করে শিব পূজায় অংশ নেন এবং নিজের কামনা পূরণের জন্য প্রার্থনা করেন।শিব ভক্তদের সবচেয়ে বড় উৎসব হল শিবরাত্রি। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সমস্ত শিবভক্ত উপবাস থেকে শিব পূজা করেন এবংশিবের কাছে নিজের মনস্কামনা পূরণের প্রার্থনা করেন।

আগামী ৮ মার্চ , শুক্রবার চতুর্দশী তিথিতে শিবের পুজোর বিশেষ নিয়ম মেনে পূজা করতে হয়। শিবের পুজোয় বিশেষ কিছু সামগ্রীর উপস্থিতি অপরিহার্য। শিবপূজার সামগ্রী গুলো নিচে দেওয়া হলো :-

  1. গঙ্গাজল
  2. দুধ
  3. বেলপাতা
  4. জাফরান
  5. আতর
  6. সিদ্ধি
  7. ঘি
  8. চন্দন
  9. মধু

শিবরাত্রি পূজা বিধি

মহাশিবরাত্রিতে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পড়তে হয়। এর পর উপবাসের ব্রত হতে হয়। এর পর শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের পূজা করতে হয় । আখের রস, কাঁচা দুধ বা খাঁটি ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। তারপর মহাদেবকে বেলপত্র, ভাং, ধতুরা, জায়ফল, কমলগট্ট, ফল, ফুল, মিষ্টি, মিষ্টি পান, সুগন্ধি ইত্যাদি নিবেদন করতে হয়।

শিবরাত্রি পূজা মন্ত্র

শিব রাত্রি পূজার মন্ত্র নিচে দেওয়া হল:-

ধ্যে নিত্যং মহেশ
রত্নকল্পোজ্জ্বলংগম পরশুমৃগবরভীতিহস্তম প্রসন্নম।
পদ্মাসীনম্ সমন্তত স্তুত্তমার্গানৈর্ব্যঘ্রকৃত্তিন্ বাসনাম্।

মম ভয়ত সর্বতো রক্ষা শ্রিয়ম সর্বদা।
দেব দেব, আরোগ্য দেহীতে দেব নমোস্তুতে।।
ওম ত্রয়ম্বকম যজমহে সুগন্ধি পুষ্টীবর্ধনম্।
উর্ভারুকমিভ বন্ধনন মৃত্যুর্মুখি মমৃতত।।

শিবরাত্রি ২০২৪ সময়সূচি ভারত

আগামী ৮ই মার্চ ২০২৪ তারিখে ভারতে মহা শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হবে।

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *