খেলাধুলা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কবে হবে এবং সময়সূচী

আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী সম্পর্কে নিচে আলোচনা করা হলো। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম আসর হিসেবে খ্যাত। এই টুর্নামেন্টে মোট আটটি প্রথম সারির দল অংশগ্রহণ করে। আমরা আজকে আই সি সি ২০২৫ এর সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হবে

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এর ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্চে মিনি বিশ্বকাপ খ্যাত আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে বেসরকারি ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সালের সিডিউল প্রকাশ করা হয়েছে। কোপা আমেরিকা সর্বোচ্চ গোলদাতা ২০২৪

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025

২০২৫ সালের ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। তবে ভারত পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা তা আরো কয়েক মাসের মধ্যে জানা যাবে। ভারত অংশগ্রহণ করবে তা ধরে নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড বেসরকারিভাবে 2025 সালের অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী এরই মধ্যে ঘোষণা করেছে।

দ্য টেলিগ্রাফ এ প্রকাশিত হওয়া সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি করাচিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা শুরু হবে মোট আট দলের টুর্নামেন্টে ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচির মুলতান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এবারের এই টুর্নামেন্ট টি মোট পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে। করাচির,লাহোর ও রাওয়াল পিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। লাহোরে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও রাউল পিন্ডিতে পাঁচটি ও করাচিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল খেলা হওয়ার কথা করাচি ও রাউল পিন্ডিতে।

ভারত যদি পাকিস্তানে খেলতে আসে তাহলে নিরাপত্তার স্বার্থে ভারতের প্রত্যেকটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবার করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও যদি ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠে সে ক্ষেত্রেও ভারতের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে ভারত ছাড়াও নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে।

চ্যাম্পিয়ন ট্রফি কে কতবার নিয়েছে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে এরপর ২০০০, ২০০২, ২০০৪,২০০৬, ২০০৯, ২০১৩,২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়। এরপর করোনা মহামারী ও ফ্র্যাঞ্চাজি ভিত্তিক টি ২০ এর ফলে ক্রিকেটারদের ব্যস্ততার কারণে ২০১৭ সালের পর এই টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে এরপর ২০০২, ২০০৪,২০০৬, ২০০৯, ২০১৩,২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়। এরপর করোনা মহামারী ও ফ্র্যাঞ্চাজি ভিত্তিক টি ২০ এর ফলে ক্রিকেটারদের ব্যস্ততার কারণে ২০১৭ সালের পর এই টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি।

সালআসরচ্যাম্পিয়ন দলরানারআপ দল
১৯৯৮ প্রথম আসরদক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ
২০০০দ্বিতীয় আসরনিউজিল্যান্ডভারত
২০০২তৃতীয় আসরভারত, শ্রীলংকা
২০০৪চতুর্থ আসরওয়েস্ট ইন্ডিজইংল্যান্ড
২০০৬পঞ্চম আসরঅস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ
২০০৯ষষ্ঠ আসর অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড
২০১৩সপ্তম আসরভারতইংল্যান্ড
২০১৭অষ্টম আসরপাকিস্তানভারত
চ্যাম্পিয়ন ট্রফি কে কতবার নিয়েছে

চ্যাম্পিয়ন ট্রফি কত বছর পরপর হয়

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে। যাত্রা শুরুর পর থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে এরপর ২০০০, ২০০২, ২০০৪,২০০৬, ২০০৯, ২০১৩,২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি (Champions Trophy 2025 schedule)

নংম্যাচভেন্যুতারিখ
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডকরাচি১৯ ফেব্রুয়ারি
ভারত বনাম বাংলাদেশলাহোর২০ ফেব্রুয়ারি
আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকাকরাচি২১ ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডলাহোর২২ ফেব্রুয়ারি
ভারত বনাম নিউজিল্যান্ডলাহোর২৩ ফেব্রুয়ারি
পাকিস্তান বনাম বাংলাদেশরাওয়ালপিন্ডি২৪ ফেব্রুয়ারি
আফগানিস্তান বনাম ইংল্যান্ডলাহোর২৫ ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকারাওয়ালপিন্ডি২৬ ফেব্রুয়ারি
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডলাহোর২৭ ফেব্রুয়ারি
১০আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ারাওয়ালপিন্ডি২৮ ফেব্রুয়ারি
১১ভারত বনাম পাকিস্তানলাহোর১ মার্চ
১২দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডরাওয়ালপিন্ডি২ মার্চ
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি (Champions Trophy 2025 schedule)
নংম্যাচভেন্যুতারিখ
প্রথম সেমিফাইনালটি ডি বি vs টি ডি বিকরাচি৫ মার্চ
দ্বিতীয় সেমিফাইনালটি ডি বি vs টি ডি বিরাওয়ালপিন্ডি৬ মার্চ
ফাইনালটি ডি বি vs টি ডি বিলাহোর৯ মার্চ
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ সময়সূচি (Champions Trophy 2025 schedule)

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *