আন্তর্জাতিকরাজনীতি

সেভেন সিস্টার্স ও বাংলাদেশ

আজকে আমরা আলোচনা করবো সেভেন সিস্টার্স সম্পর্কে সেভেন সিস্টার্স বাংলাদেশের ভূখণ্ডের সাথে জড়িত। ফলে ভারত সেভেন সিস্টার্সকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। তবেএই পোস্টে আমরা সেভেন সিস্টার্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোদ রইলো। কোটা আন্দোলন লাল ছেলেদের ও মেয়েদের লাল প্রোফাইল পিকচার

সেভেন সিস্টার্স কি?

সেভেন সিস্টার্স হল সাতটি রাজ্য যা ভারতের উত্তর পূর্ব দিকে, চীন, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যে। সহজে বুঝার জন্য সংক্ষেপে সেভেন সিস্টার্স বা বোনের রাজ্য বলা হয়।এই সাতটি রাজ্য ভারত ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। এগুলো ভারত অন্যায় ভাবে শাসন করে আসছে। এই রাজ্যগুলো সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে স্বতন্ত্র। এসব রাজ্যে বেশিরভাগ মানুষ উপজাতি এবং অধিবাসী জাতি।

ভারতের সেভেন সিস্টার্স হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। 

সেভেন সিস্টার্স নামকরণ করেন কে?

১৯৭২ সালে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক ও জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টক-শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়,আসাম, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নামে আখ্যা দেন। সংক্ষেপে রাজ্যগুলো অবস্থান বোঝাতে তিনি এই নামটি ব্যবহার করেন।

এরপর তিনি এই সাতটি রাজ্যের উপরে একটি বই লেখেন। বইটি অনেক জনপ্রিয় হয়। বইটির নাম ছিল ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। তিনি এই বইটিতে সাত বোনের রাজ্যের সস্কৃতি,পরিবেশ ,আদিবাসীদের জীবন যাপন এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করেছেন। এরপর থেকেই এই নামটি লোক মুখে জনপ্রিয় হতে শুরু করে।

সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত

ভারতের উত্তর পূর্বে অবস্থিত সাতটি রাজ্য কে সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য বলা হয়। এ সেভেন সিস্টার্স এর সাথে বাংলাদেশ, মায়ানমার এবং চীন সীমান্ত রয়েছে। এই সাতটি রাজ্য মূলত ভারত শাসন করে থাকে। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যের যোগসূত্র পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর। তাই বলা যায় সেভেন সিস্টার্স ভারতে অবস্থিত।

সেভেন সিস্টার্স রাজধানী

ভারতের সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্যের আলাদা আলাদা রাজধানী রয়েছে। এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আসামের রাজধানী হলো গোয়াহাটি, ত্রিপুরার রাজধানী হলো আগরতলা, মিজোরামের রাজধানী হলো আইজল, অরুনাচলের রাজধানী হলো ইন্দিরাগিরি, মনিপুরির রাজধানী হলো ইস্ফল, মেঘালয়ের রাজধানী হলো শিলং,নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা।

সেভেন সিস্টার্স মনে রাখার কৌশল

ভারতের সেভেন সিস্টার্স মনে রাখার কৌশল
সংকেত: “ আমি অমেত্রি মনা ”
আ = আসাম।
মি = মিজরাম।
অ = অরুনাচল।
মে = মেঘালয়।
ত্রি = ত্রিপুরা।
ম = মনিপুর।
না = নাগাল্যান্ড।

সেভেন সিস্টার্স বাংলাদেশের কোন দিকে

সেভেন সিস্টার্স বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত এইদিকে বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্স বর্ডার শেয়ার করেছে। ফলে ভারত তাদের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স সহজে নিয়ন্ত্রণ করতে পারেনা। তাই সেভেন সিস্টার্স নিয়ন্ত্রন করার জন্য ভারত বাংলাদেশের উপর চাপ করতে চায়। তাই তারা হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের রাজনীতিতে অব্ভন্তরীন হস্তক্ষেপ করে।

সেভেন সিস্টার্স এর আওতাভুক্ত ভারতের কোন রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়

বাংলাদেশের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত সেভেন সিস্টার্স রাজ্যের তিনটি রাজ্য বাংলাদেশ সীমান্তের সাথে অবস্থিত। সেগুলো হল আসাম, মেঘালয় ও ত্রিপুরা।

সেভেন সিস্টার্স ও বাংলাদেশ

সম্প্রতি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ১৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ অস্থিতিশীলতার পিছনে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের অব্যন্তরীন রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করছে। তাদের দাবি ভারত বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক না করে আওয়ামীলীগ অর্থাৎ শেখ হাসিনার সরকারের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক সাহায্য করেছে। এতে করে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেখ হাসিনার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা মোহাম্মদ ইউনূসকে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেন।

ভারতের এক টেলিভিশন এনডিটিভিকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বলেন, ভারতের হস্তখেপে বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশেপাশের দেশেও তা আগ্নেয়গিরির মত ছড়িয়ে পড়বে এবং এতে ভারতের সেভেন সিস্টার্স এ প্রভাব পড়বে।

সেভেন সিস্টার্স ম্যাপ

ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পেতে নিচে সেভেন সিস্টার্সের ম্যাপ বা মানচিত্র দেওয়া হল।

সেভেন সিস্টার্স
সেভেন সিস্টার্স
সেভেন সিস্টার্স
সেভেন সিস্টার্স
সেভেন সিস্টার্স
সেভেন সিস্টার্স

Tanvir Mahtab

আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *