প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কে ?
সম্প্রতি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ আলম। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব কে এই মাহফুজ আলম?তার বাড়ি কোথায় ? তার শিক্ষাগত যোগ্যতা কি ? মাহফুজ আলম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। সেভেন সিস্টার্স ও বাংলাদেশ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম পরিচয়
মাহফুজ আলম হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী। তিনি ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবার অনেকে মনে করেন হাসিনা সরকারকে পদত্যাগের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম। কিন্তু এখনো তা প্রমান হয়নি। তিনি ছাত্র আন্দোলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্দান্ত নিতে সাহায্য করেন যার ফলে আন্দোলন আরো তীব্র হয়।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে মাহফুজ আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
মাহফুজ আলম কে? /কে এই মাহফুজ আলম?
১৯৯৫ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে মাহফুজের জন্ম। তার ডাক নাম মাহফুজ আব্দুল্লাহ। তিনি বাংলাদেশের চাঁদপুর জেলার গল্লাক দারুচ্ছুন্নাত মাদ্রাসা থেকে দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি আমিল পাস করেন। এরপর তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি হন। বিশ্ববিদ্যালয় থাকাকালীন তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামক একটি দলের সাথে যুক্ত ছিলেন। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও মাহফুজ আলম লেখালেখির মাধ্যমে জনপ্রিয় হয়েছেন। চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড এর অনুবাদের মাধ্যমে তিনি লোক চক্ষুর সামনে আসেন। এরপর তিনি দ্য সাইকোলজি অব মানি, দ্য রেইপ অব বাংলাদেশ, এটমিক হ্যাবিটস, দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, আশি দিনে বিশ্ব ভ্রমণ ইত্যাদি বই অনুবাদ করেন।
মাহফুজ আলম বাড়ি কোথায়?
মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। ছোটবেলা থেকে তিনি গ্রামে থাকতেন। সেখানকার স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করতেন। দাখিল পরীক্ষা অংশগ্রহণের জন্য তিনি চাঁদপুর জেলায় আসেন। এখানেই তিনি দাখিল ও আলিম শেষ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
মাহফুজ আলমের শিক্ষাগত যোগ্যতা কি?
মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্সে পড়ালেখা করছেন।
আমি তানভীর মাহতাব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। আমি এখন Bangla Newspaper সহ এখন টিভি ও নাগরিক টিভি পত্রিকায় কলাম লিখে থাকি।